ফ্রি টাকা ইনকাম নগদে পেমেন্ট পাওয়ার সেরা ১৫ উপায়
  ফ্রি টাকা ইনকাম নগদে পেমেন্ট পাওয়ার বিভিন্ন উপায় রয়েছে। যদি আপনারা ফ্রিতে
  টাকা ইনকাম করে খুব সহজেই নগদে পেমেন্ট নিতে চান তাহলে আসুন আজকের এই আর্টিকেল
  মনোযোগ সহকারে পড়ুন। আজকের এই আর্টিকেলে বিস্তারিত তথ্য থাকছে।
  শুধু তাই নয় ফ্রি কুইজ খেলে টাকা ইনকাম নগদ পেমেন্ট পাওয়ার ও সহজ মাধ্যমগুলো
  আজকের এই আর্টিকেলে আলোচনা করা হবে। তাই দেরি না করে দ্রুত আর্টিকেলটি শুরু থেকে
  শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
পেজ সূচিপত্রঃ ফ্রি টাকা ইনকাম নগদে পেমেন্ট পাওয়ার সেরা ১৫ উপায়
ফ্রি টাকা ইনকাম নগদে পেমেন্ট
  বর্তমান সময়ে অনলাইনে ফ্রি টাকা ইনকাম করার সাইট এবং অ্যাপ রয়েছে যেখান থেকে
  আপনারা রিয়েল ভাবে টাকা ইনকাম করতে পারবেন। খুব সহজেই আপনারা ঘরে বসে প্রতিদিন
  ৩০০ থেকে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন। 
  তবে এই টাকা ইনকাম করার জন্য আপনাকে কিছু উপায় সম্পর্কে বিস্তারিত জানতে হবে। যা
  আজকের এই আর্টিকেলে আলোচনা করব।
  আমরা অনেকেই জানি ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন প্রান্ত থেকে ফ্রিতে টাকা ইনকাম
  করে অনেকেই। তাই যদি আপনি তাদের মত ইনকাম করতে চান তাহলে অবশ্যই আর্টিকেলটি ধৈর্য
  সহকারে পড়ুন।
  তাহলে চলুন কোন কোন উপায় গুলো অবলম্বন করলে আপনি খুব সহজেই ঘরে বসে দিনে ৩০০
  থেকে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন ফ্রিতেই সেই উপায় গুলো বিস্তারিত আলোচনা করা
  যাক।
  রেফার করেঃ রেফার করার মাধ্যমে আপনি খুব সহজেই ফ্রিতে ইনকাম করতে পারবেন। বিভিন্ন
  Earning সাইট এবং অ্যাপ রয়েছে যেখান থেকে রেফার করা মাধ্যমে আপনি খুব সহজেই
  ফ্রিতে ইনকাম করতে পারবেন। 
এছাড়াও বিভিন্ন অ্যাপ বা সার্ভিস আপনার বন্ধু-বান্ধব বা আত্মীয় স্বজনের কাছে
  শেয়ার করার মাধ্যমেও আপনি নির্দিষ্ট একটি কমিশন পাবেন যা ফ্রিতেই আপনার ইনকাম।
  রেফার রেফার করে ফ্রিতে ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় সাইট হচ্ছে
  ‘Swagbucks’। 
  এখান থেকে খুব সহজেই ফ্রিতে টাকা ইনকাম করে নগদের মাধ্যমে পেমেন্ট তুলতে পারবেন।
  এছাড়াও আরো কয়েকটি ফ্রিতে রেভার করে ইনকাম করার সাইট এবং অ্যাপ রয়েছে যেগুলো
  হল- Poll Pay, Mistplay, Free Cash.
  লেখালেখি করেঃ ফ্রি টাকা ইনকাম নগদে পেমেন্ট নেওয়ার সবচেয়ে জনপ্রিয় একটি কাজ
  হতে পারে লেখালেখি করা। যদি আপনি বাংলাতে লেখালেখি করতে পছন্দ করেন তাহলে বাংলা
  পোস্ট লিখে মাসে ১২ থেকে ২০ হাজার টাকা ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। 
  এখানে কোনরকম ইনভেস্টের প্রয়োজন নেই অনেক ওয়েবসাইট রয়েছে যাদের আর্টিকেল
  রাইটার প্রয়োজন পড়ে তাদের কাছে আপনার আর্টিকেলটি যদি পছন্দ হয় তাহলে তারা
  আপনাকে হায়ার করবে। 
  এরপর তাদের কাছে প্রতিনিয়ত আর্টিকেল দেওয়ার মাধ্যমে আপনি ইনকাম করে মাসে 18
  থেকে 20 হাজার টাকা আয় করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হলো আপনার ইনকাম করা
  টাকা রকেট, নগদ, বিকাশ ইত্যাদির মাধ্যমে নিতে পারবেন।
  গেম খেলে ফ্রি টাকা ইনকামঃ বর্তমান সময়ে গেম খেলে ফ্রিতে আপনারা টাকা ইনকাম করতে
  পারবেন। তার কারণ হলো এখন বিভিন্ন অ্যাপ এবং সাইট রয়েছে যেগুলোতে কোনরকম ইনভেস্ট
  ছাড়া শুধুমাত্র গেম খেলে টাকা ইনকাম করা যায়। 
যদি আপনি ইউটিউবে ‘গেম খেলে ফ্রি টাকা ইনকাম নগদে পেমেন্ট’ লিখে সার্চ করেন তাহলে
  খুব সহজেই অ্যাপ এবং সাইট সম্পর্কে জানতে পারবেন।  তবে আপনাদের সুবিধার্থে গেম খেলে ফ্রিতে টাকা ইনকাম করার জন্য সবচেয়ে কার্য করে
  অ্যাপ হল Bitcoin Pop – Get Bitcoin! 
এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই বাবল গেম খেলে
  টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাপটি গুগল প্লে স্টোরে এক মিলিয়ন ডাউনলোড রয়েছে এবং রেটিং স্টার অনেক
  ভালো। এখান থেকে ইনকাম করা টাকা পেপালের মাধ্যমে রকেট বিকাশসহ আরো অন্যান্য
  মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তুলতে পারবেন।
  ডাটা এন্ট্রি করে ফ্রি টাকা ইনকামঃ ডাটা এন্ট্রি কাজ এমন একটি কাজ যেখানে সময়
  দিয়ে কাজ ধরে রাখতে পারলে আপনি অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন। ডাটা এন্ট্রি কাজ
  করার জন্য আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটার ব্যবহার করে কাজ করতে
  পারবেন। 
  ডাটা এন্ট্রি কাজ করে টাকা ইনকাম করার জন্য আপনারা আপওয়ার্ক অথবা ফাইবার
  ফ্রিল্যান্সিং সাইটকে বেছে নিতে পারেন।
  এড দেখে ফ্রি টাকা ইনকামঃ এড দেখে ফ্রি টাকা ইনকাম নগদে পেমেন্ট নিতে চাইলে
  আপনাকে অবশ্যই সঠিক অ্যাপটি বাছাই করতে হবে। এড দেখে ফ্রি টাকা ইনকাম করার জন্য
  Paidwork: Make Money অ্যাপটি সবচেয়ে জনপ্রিয়। এর থেকে আপনারা খুব সহজেই ফ্রি অর্থভোজন করতে পারবেন।
যদি আপনি এই অ্যাপে
  প্রতিনিয়ত ভালো সময় দিতে পারেন তাহলে ১০ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন। আর এই ইনকাম করা ডলার আপনি পেপাল একাউন্টের মাধ্যমে সরাসরি টাকায় কনভার্ট করে
  খুব সহজেই নগদে তুলতে পারবেন। তাই দেরি কিসের বেকার বসে না থেকে ইনকাম করা শুরু
  করুন।
  অংক করে ফ্রি টাকা ইনকামঃ আপনারা অনেকেই জানেন অনলাইনে এমন অনেক সাইট বা অ্যাপ
  রয়েছে যেখান থেকে আপনি অংক করে ফ্রি টাকা ইনকাম নগদে পেমেন্ট নিতে পারবেন। যদি আপনি পার্টটাইম হিসেবে অংক করে ফ্রি টাকা ইনকাম করতে চান তাহলে আপনার জন্য
  সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হবে MathChamp – Games & Rewards অ্যাপ। 
এই অ্যাপ থেকে আপনি অর্থ উপার্জন করে বিকাশে অথবা নগদে নিতে পারবেন। ছবি বিক্রি করে ফ্রি টাকা ইনকামঃ আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে সুন্দর সুন্দর
  ছবি তুলে বিভিন্ন সাইটে বিক্রি করে বেশ ভালো টাকা ইনকাম করতে পারবেন। 
  এই কাজটি সবথেকে সহজ একটি কাজ যেখানে মোবাইল দিয়ে ভালো রেজুলেশনের ছবি তুলে
  বিভিন্ন বিক্রি সাইটে আপলোড করে ইনকাম করা সম্ভব। যদি আপনারা এমন একটি সাইট খুঁজে থাকেন তাহলে আপনার জন্য সবথেকে ভালো সাইট হতে
  পারে Depositphotos সাইট। এই সাইট থেকে আপনারা খুব সহজেই ফ্রি টাকা ইনকাম নগদে
  পেমেন্ট নিতে পারবেন।
ফ্রি কুইজ খেলে টাকা ইনকাম নগদ পেমেন্ট
  অনেকেই আছেন যারা অনলাইনে ফ্রি কুইজ খেলে টাকা ইনকাম করতে চান কিন্তু সঠিক গাইড
  লাইনের অভাবে অনেকেই আয় করতে পারেন না। তাদের উদ্দেশ্যে আজকের এই আর্টিকেলে ফ্রি
  কুইজ খেলে টাকা ইনকাম নগদ পেমেন্ট কিভাবে নেওয়া যায় তার বিস্তারিত থাকছে।
  অনলাইন থেকে টাকা ইনকাম করার সবথেকে সহজ মাধ্যম হলো কুইজ খেলে অর্থ উপার্জন করা।
  অনলাইনে এমন অনেক সাইট ও অ্যাপ আছে যেগুলোতে বিভিন্ন ধরনের কুইজ যেমন সাধারণ
  জ্ঞান, ইংরেজি প্রশ্ন, গণিত, ইতিহাস ইত্যাদি সম্পর্কে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে
  পয়েন্ট অর্জন করে অর্থ উপার্জন করা যায়। 
      আরও পড়ুনঃ অনলাইনে টাকা ইনকাম করার সহজ উপায় ১৫টি 
    
  
  এছাড়াও অনলাইনে এমন অনেক কুইজ এপ্স রয়েছে যেগুলো থেকে প্রতিদিন ৩০০ থেকে ৪০০
  টাকা ইনকাম করতে পারবেন। আপনাদের সুবিধার্থে এখানে একটি অ্যাপের নাম দেয়া হলো
  যেখান থেকে আপনি কুইজ খেলে অর্থ উপার্জন করতে পারবেন। 
  অ্যাপ হলঃ Quizys: Play Quiz & Earn Cash. এই অ্যাপ থেকে আপনারা কুইজ খেলে যে
  অর্থ উপার্জন করবেন তা সরাসরি পেপাল একাউন্টে যোগ হবে সেখান থেকে আপনারা বিকাশ
  নগদ অথবা রকেট একাউন্টের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
অনলাইনে আয় করার সেরা সাইট কোনটি?
  অনলাইনে আয় করার সবচেয়ে সেরা সাইট হল Swagbucks. যা বর্তমান সময়ে অনলাইন থেকে
  অর্থ উপার্জন করতে সাহায্য করে। Swagbucks ওয়েব সাইটটি থেকে আয় করা খুবই সহজ
  এখানে তেমন কোন দক্ষতার প্রয়োজন হয় না।
  খুব সহজেই একটি অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ধরনের টাস্ক এবং সার্ভে পূরণ করে আপনারা
  ফ্রিতে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। সুতরাং দেরি না করে এখনই একাউন্ট খুলে
  আপনার ইনকাম করা শুরু করুন।
মোবাইল দিয়ে কি ইনকাম করা যায়?
  অনেকের মনে একটি প্রশ্ন থাকে যে মোবাইল দিয়ে কি ইনকাম করা যায়? উত্তরে আমি বলব
  হ্যাঁ। বর্তমান সময়ে অনলাইনে মোবাইল দিয়ে বিভিন্ন ধরনের আয় করার উপায়
  রয়েছে। 
      আরও পড়ুনঃ দিনে ৫০০ টাকা ইনকাম apps 
    
  
  যেমন ব্লগিং করে ইনকাম, ইউটিউবিং করে ইনকাম, ফ্রিল্যান্সিং করে ইনকাম, কন্টেন্ট
  রাইটিং করে ইনকাম, অনলাইন সার্ভে পূরণ করে ইনকাম, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ও
  ছবি বিক্রি করা সহ বিভিন্ন ধরনের কাজ করে ইনকাম করা যায়। 
  তবে অনেকেই মোবাইল ব্যবহার করে অপব্যবহার করে থাকেন। আপনি চাইলে সঠিক সময়ে সঠিক
  দিক নির্দেশনা মেনে মোবাইল দিয়ে খুব সহজেই ঘরে বসে দিনে ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম
  করতে পারবেন। প্রথম অবস্থায় আপনার কিছুটা পরিশ্রম হলেও শেষে টাকা পেতে শুরু করলে
  সে কষ্টটা দূর হয়ে যাবে।
মাসে ২০ হাজার টাকা আয় করার উপায় কী কী?
  অনেকে মাসে ২০ হাজার টাকা ইনকাম করতে চাই কিন্তু কি কি উপায়ে মাসে বিশ হাজার
  টাকা ইনকাম করা সম্ভব তার সঠিক গাইডলাইন না জানার কারণে অনেকেই আয় করতে পারে
  না। 
  যার কারণে আজকের এই আলোচনায় মাসে ২০ হাজার টাকা আয় করার উপায় কি কি তা
  বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সকলেই অংশটুকু মনোযোগ সহকারে পড়বেন।
  মাসে বিশ হাজার টাকা আয় করার জন্য তেমন কোন দক্ষতার প্রয়োজন নেই। আপনি চাইলে
  ঘরে বসেই একটি ল্যাপটপ অথবা কম্পিউটার ব্যবহার করেই বিভিন্ন ধরনের কাজ করে ইনকাম
  করতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে কিভাবে ২০ হাজার টাকা ইনকাম করবেন তার বিস্তারিত
  জানা যাক।
  ব্লগিং করেঃ যদি আপনার কাছে একটি স্মার্টফোন থাকে তাহলে দেরি না করে ব্লগিং করা
  শুরু করুন বর্তমান জেনারেশনে একটি ফেসবুক পেজ খুলে অনেকেই বিভিন্ন ধরনের
  ক্যাটাগরির ভিডিও আপলোড করে ব্লগিং করা শুরু করছে। 
  আর এখান থেকে তারা আয় করছে লক্ষ লক্ষ টাকা। যদি আপনার ব্লগিং করার ইচ্ছা থাকে
  তাহলে আপনি মোবাইল ফোন দিয়ে শুরু করুন। প্রথম অবস্থায় আপনার ফলোয়ার বৃদ্ধি
  করতে হবে এবং ভিডিও ভাইরাল করতে হবে। 
  যখন আপনার ফেসবুক মনিটাইজেশন অন হবে তখন থেকে আপনি অল্প কিছু টাকা আয় করতে
  পারবেন আস্তে আস্তে যখন আপনার ভিডিও বিশ্বের ছড়িয়ে যাবে তখন আপনি প্রচুর
  পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন।
  অ্যাফিলিয়েট মার্কেটিংঃ এমন একটি মার্কেটিং যেখানে আপনি যে কোন পণ্য খুব সহজেই
  মার্কেটিং করে বিক্রয় করে সেখান থেকে কিছু কমিশন পেতে পারেন। 
প্রথম অবস্থায়
  কাজটা ততটা সহজ নয় তবে যত বেশি কাজ করবেন তত বেশি আয় করতে পারবেন। এছাড়াও যদি আপনার নিজের পণ্য থাকে তাহলে সেখান থেকে মার্কেটিং করেও আপনি আয়
  করতে পারবেন।
  ফ্রিল্যান্সিং করে ইনকামঃ ফ্রিল্যান্সিং এমন একটি প্ল্যাটফর্ম যেখানে হাজার হাজার
  মানুষ বিভিন্ন ধরনের কাজ যেমনঃ লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব
  ডেভেলপমেন্ট,   আর্টিকেল রাইটিং, ডাটা এন্ট্রি ইত্যাদি কাজ করে অর্থ
  উপার্জন করছেন। 
  ফ্রিল্যান্সিং সেক্টরে যে কোন একটি উপর দক্ষতা অর্জন করে তারপর এই সেক্টরে আসতে
  হবে। এরপর ধীরে ধীরে ক্লাইন্ট যখন বৃদ্ধি পাবে তখন আপনার ইনকামও বৃদ্ধি হওয়া
  শুরু করবে। 
  প্রথম অবস্থায় যত বেশি পরিশ্রম করতে পারবেন তত বেশি কাজের ফল পরবর্তীতে পাবেন।
  তাই দেরি না করে ফ্রিল্যান্সিং সেক্টরে যেকোনো একটির ওপর দক্ষতা অর্জন করে আপনার
  কাজ শুরু করুন।
  আর্টিকেল রাইটিংঃ বর্তমান সময়ে যারা বাংলা লিখতে বেশি পছন্দ করেন তাদের জন্য
  সবচেয়ে জনপ্রিয় একটি কাজ রয়েছে সেটি হচ্ছে আর্টিকেল রাইটিং। অনেক ওয়েবসাইট রয়েছে যারা আর্টিকেল রাইটার হায়ার করেন। 
তাদের ১৫ থেকে ২০ হাজার
  টাকা বেতন দিয়ে বাংলা আর্টিকেল লেখার জন্য জব অফার করেন। যদি আপনি লেখালেখি বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই আর্টিকেল রাইটিং করতে পারেন।
  এখান থেকেও আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন।
  সোশ্যাল মিডিয়া মার্কেটিংঃ আমরা কম বেশি সকলেই ফেসবুক ব্যবহার করি। তবে আমাদের
  মধ্যেই এমন অনেকেই রয়েছে যারা ফেসবুকে একটি পেজ খুলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড
  করে অর্থ উপার্জন করছেন। 
  যদি আপনি সোশ্যাল মিডিয়াতে সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারেন তাহলে প্রচুর টাকা
  আয় করতে পারবেন। এর জন্য আপনাকে সবার প্রথমে ফেসবুক পেজ খুলতে হবে এবং কোন ভিডিও
  তৈরি করবেন সেটি নির্ধারণ করতে হবে। 
  তারপর প্রতিদিন সেই ক্যাটাগরির উপর আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আস্তে আস্তে যখন
  আপনার ভিডিও ভাইরাল হওয়া শুরু করবে এবং ফলোয়ার বৃদ্ধি হবে তখন আপনার ফেসবুক
  মনিটাইজেশন অন হবে। তখন থেকে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা শুরু করতে
  পারবেন।
1 ঘন্টায় 100 টাকা আয় করার উপায়?
  যদি আপনি এক ঘন্টায় ১০০ টাকা ইনকাম করতে চান তাহলেও পারবেন। কারণ অনলাইনে এমন
  অনেক সাইট রয়েছে যেগুলোতে আপনি এক ঘন্টা কাজ করে ১০০ টাকা ইনকাম করতে পারবেন।
যেমন- অনলাইনে জিনিসপত্র বিক্রি করে, পার্ট টাইম করে, টাস্ক পূরণ করে, অনলাইন
  সার্ভে করে,  মাইক্রো জব করে, ফ্রিল্যান্সিং করে, জরিপ করে অথবা বিভিন্ন
  ধরনের মার্কেটিং করে প্রতি এক ঘন্টায় ১০০ টাকা ইনকাম করতে পারবেন। 
  তবে এই কাজগুলো করার জন্য অবশ্যই আপনার দক্ষতা প্রয়োজন। কারণ যদি আপনার দক্ষতা
  না থাকে তাহলে এই সেক্টরে এসে আপনি সবার প্রথমে অনেক হতাশা হয়ে যাবেন। 
  যার কারণে সঠিক গাইডলাইন এবং দক্ষতা থাকলে আপনি প্রথম অবস্থায় কম টাকা ইনকাম
  করলেও পরবর্তীতে এক ঘন্টায় 500 টাকা থেকে এক হাজার টাকা ইনকাম করতে সক্ষম হবেন।
শেষ কথাঃ ফ্রি টাকা ইনকাম নগদে পেমেন্ট
  সবশেষে যদি আপনি ঘরে বসে ফ্রি টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে আসল
  ওয়েবসাইট বা অ্যাপে কাজ করতে হবে। অনলাইনে এমন অনেক প্রতারক মূলক সাইট বা অ্যাপ
  রয়েছে যেগুলো ফ্রি টাকা ইনকাম করার কথা বলে আপনার তথ্য চুরি করে। 
  তাই সেগুলো থেকে অবশ্যই বিরত থাকুন। যে সাইট এবং অ্যাপ গুলোতে গেম খেলে ভিডিও
  দেখে এড দেখে অংক করে কুইজ খেলে ফ্রি ইনকাম করা যায় সেই ওয়েবসাইট বা
  অ্যাপগুলোতে কাজ করতে হবে। 
  তবে এগুলোতে কাজ করে খুব বেশি ইনকাম হয় না একটি কাজের উপর দক্ষতা অর্জন করে
  প্রচুর পরিমাণে টাকা আয় করতে হবে। 
  কোন কোন কাজগুলো করলে আপনি ভবিষ্যতে প্রচুর টাকা আয় করতে পারবেন সেগুলো হলোঃ
  ফ্রিল্যান্সিং, আর্টিকেল রাইটিং, ইউটিউবিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ব্লগিং,
  অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি। আশাকরি আপনারা ব্লগটি পড়ে উপকৃত হয়েছেন।
আমি ইমাম হাসান। শিক্ষার্থী, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাজশাহী। বিশ্বের সকল বিষয়ে আমি প্রতিনিয়ত আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি। এই ওয়েবসাইটে ইসলামিক তথ্য, তথ্য প্রযুক্তি, অনলাইন ইনকাম সহ আরো নানা ধরনের বিষয়গুলো নিয়ে আমি ২ বছর ধরে লেখালেখি করছি। আমার লেখা বিষয়বস্তু যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই নিয়মিত আমার ওয়েবসাইটটি ভিজিট করুন।



এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url