মুখে টমেটো লাগানোর অপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নিন
  আপনি কি মুখে টমেটো লাগানোর অপকারিতা সম্পর্কে জানতে চান? যদি আপনার এই বিষয়টি
  সম্পর্কে জানা না থাকে তাহলে আজকের এই আর্টিকেল থেকে জেনে নিন। আমরা অনেকেই জানি
  টমেটো ত্বকের জন্য অনেক উপকারী। কিন্তু মুখের জন্য কতোটুকু অপকারী সেটা সম্পর্কে
  অনেকেই জানি না। তাই আজকে আমি এই সম্পর্কে সঠিকভাবে জানানোর চেষ্টা করব। তাই
  আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
  আপনি যদি শেষ পর্যন্ত আমাদের আর্টিকেলটি পড়ে থাকেন। তাহলে পাকা টমেটো মুখে মাখার
  নিয়ম, ছেলেদের ত্বকের যত্নে টমেটো, টমেটো ও লেবুর ফেসপ্যাক, টমেটো দিয়ে ফর্সা
  হওয়ার উপায়, ১ রাতে ফর্সা হওয়ার উপায়, এই সকল বিষয়ে সঠিক ধারণা পেয়ে যাবেন।
ভূমিকা
  অনেকেই রয়েছে যারা ত্বকে টমেটো ব্যবহার করে ত্বক ফর্সা করেন। কিন্তু এর যে
  অপকারিতা রয়েছে সেটা অনেকেই জানেন না। টমেটো অতিরিক্ত মুখে ব্যবহার করলে মুখের
  বিভিন্ন সমস্যা হতে পারে। তাই আজকে আমি এই আর্টিকেলে মুখে টমেটো লাগানোর অপকারিতা
  সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও ছেলেদের ত্বকের যত্নে টমেটো কিভাবে
  ব্যবহার করা যায় সে বিষয়েও সঠিক একটি ধারণা দেয়ার চেষ্টা করব। তাই আপনারা যারা
  এই বিষয়গুলো সম্পর্কে জানেন না তারা অবশ্যই এই আর্টিকেল এর থেকে এ বিষয়গুলো
  সম্পর্কে সঠিকভাবে জেনে নিন।
টমেটো দিয়ে ফর্সা হওয়ার উপায়
  আমরা সকলেই জানি যে টমেটো সবজি হিসেবে খাওয়া যায় এবং সালাত তৈরি করেও খাওয়া
  যায়। কিন্তু আমরা অনেকেই জানিনা যে টমেটো দিয়ে ফর্সাও হওয়া যায়। আজকে আমি এই
  আর্টিকেলের অংশটুকুতে টমেটো দিয়ে ফর্সা হওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা
  করব। তাই আপনারা যারা এ বিষয়টি সম্পর্কে জানেন না তারা অবশ্যই এই আর্টিকেলের
  অংশটুকু থেকে জেনে নিবেন। চলুন তাহলে আর দেরি না করে জেনে নিন। 
  প্রাকৃতিকভাবে ফর্সা হতে এবং ত্বকের টান দূর করতে টমেটো অনেক উপকারী। এছাড়াও
  মুখের ব্রণ দূর করতেও বেশ ভালো কার্যকর এই টমেটো। এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন
  এ এবং ভিটামিন কে যা ত্বকের জন্য অনেক উপকারী। বর্তমান সময়ে অনেকেরই ত্বকের
  সমস্যা হয়ে থাকে। তবে টমেটো এইগুলো সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। আপনি
  যদি টমেটো দিয়ে ফর্সা হতে চান তাহলে এই নিচের অংশটুকু জানা জরুরী।   
  আপনি যদি ফর্সা হতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে একটি মাঝারি সাইজের
  টমেটো নিয়ে অর্ধেক করে নিতে হবে। এরপর ছোট ছোট টুকরো করে সে টমেটো পিউরি তৈরি
  করে নিতে হবে। এরপর সম্পূর্ণ মুখে এই টমেটোর পিউরি লাগিয়ে আঙ্গুল দিয়ে মাসাজ
  করে নিতে হবে। এরপর ১০ থেকে ১৫ মিনিট পর পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে
  হবে। এটি একদিন পরপর ব্যবহার করলে আশা করি আপনার ত্বক অনেক উজ্জ্বল ও ফর্সা
  হবে। 
১ রাতে ফর্সা হওয়ার উপায়
  আপনি যদি এক রাতের মধ্যে ফর্সা হওয়ার উপায় খুজে থাকেন তাহলে অবশ্যই এই
  আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। কেননা এই আর্টিকেলে ১ রাতে ফর্সা হওয়ার উপায়
  সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তাই এর দেরি না করে আর্টিকেলটি ধৈর্য সহকারে
  পড়ুন।
  শরীরের রং ফর্সা করতে চায়না এরকম মানুষ খুঁজে পাওয়াই যাবে না। সকলেই শরীরের রং
  ফর্সা করতে চাই। তবে কি কি অনুসরণ অবলম্বন করতে হবে সেটা অনেকেই জানে না। তাই
  একটি টিপস আজকে আমি এই আর্টিকেলের অংশটুকুতে আলোচনা করব। আপনি ঘরে বসেই এই টিপসটি
  অনুসরণ করলে খুব সহজেই গায়ের রং ফর্সা হয়ে যাবে। 
টিপসঃ ১ 
  প্রথমে আপনাকে গায়ের রং ফর্সা করার জন্য মসুর ডাল গুঁড়ো করে নিতে হবে। এরপর তার
  মধ্যে ডিমের কুসুমটা মিশ্রণ করতে হবে। এরপর রোদে দিয়ে এই পেস্টটা ভালো করে
  শুকিয়ে নিতে হবে। এরপর সেই শুকানো পেস্টটুকু গুঁড়ো করে একটি বোতলের ভেতরে ভরে
  রেখে দিতে হবে। প্রতিদিন ঘুমানোর আগে দুই ফোঁটা লেবুর রস এবং এক চামচ দুধ ও এই
  গুঁড়োগুলো কিছুটা মিশ্রণ করে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে নিতে হবে। 
  ৩০ মিনিট রাখার পরে মুখটা পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর মুখ
  ধোয়া শেষে কাঁচা দুধ কিছুটা তুলোতে নিয়ে মুখে আঙ্গুল দিয়ে ম্যাসাজ করে নিতে
  হবে। এভাবে ২০ মিনিট রেখে ধুয়ে ফেললে আপনার অবশ্যই ত্বক অনেক ফর্সা হবে। 
টমেটো ও লেবুর ফেসপ্যাক
  টমেটো পুষ্টিগুণে ভরপুর। এটি তরকারি হিসেবে খাওয়া যায় কিংবা সালাদ তৈরি করেও
  খাওয়া যায়। এছাড়াও ত্বকের জন্য অনেক উপকারী এই টমেটো। এতে রয়েছে অ্যান্টি
  অক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল। এছাড়াও রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে,
  লাইকোপিন সহ আরো গুরুত্বপূর্ণ বিভিন্ন উপাদান। যা ত্বকের জন্য অনেক উপকারী। 
  ত্বকের যত্নে টমেটো ফেসপ্যাক নিয়ম অনুযায়ী ব্যবহার করতে পারলে ত্বকের বিভিন্ন
  সমস্যা দূর হয়। যেমনঃ- ত্বকের ব্রণ ও স্কিনের দাগ দূর করে, ড্রাগ সার্কেল দূর
  করে, ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এবং ত্বকের পুষ্টির চাহিদাও মেটায়। টমেটো ও
  লেবুর ফেসপ্যাক ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। তাই এটি নিয়মিত ব্যবহার করতে
  পারলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। 
  এজন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে টমেটো পেস্ট করে তাতে এক চামচ লেবুর রস এবং
  সমান পরিমাণে মধু মিশ্রণ করে নিতে হবে। এরপর সেই পেস্টটুকু মুখে লাগিয়ে রাখতে
  হবে ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত। এভাবে প্রতিদিন ব্যবহার করতে পারলে আপনার ত্বক
  অনেক মসৃণ ও উজ্জ্বল হয়ে উঠবে। আশা করি টমেটো ও লেবুর ফেসপ্যাক সম্পর্কে
  সঠিকভাবে জানতে পেরেছেন। এখন জেনে নিন মুখে টমেটো লাগানোর অপকারিতা
  সম্পর্কে। 
মুখে টমেটো লাগানোর অপকারিতা
  টমেটো ত্বকের জন্য যেমন উপকার ঠিক তেমনি অপকারও। মুখে টমেটো লাগালে কত রকমের
  সমস্যার সম্মুখীন হতে হয় তা চিন্তারও বাইরে। তাই আপনি যদি নিয়ম না মেনে টমেটো
  ত্বকে ব্যবহার করেন তাহলে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। তাই আজকে আমি কিছু
  ক্ষতির কারণ এই আর্টিকেলের অংশটুকুতে আলোচনা করব। মুখে টমেটো লাগানোর অপকারিতা
  সম্পর্কে অনেকেই জানেন না। তো চলুন আর দেরি না করে এ বিষয়টি সম্পর্কে সঠিকভাবে
  জেনে নিন। 
  ডাক্তার শরদের মতে, মতে ত্বকে টমেটো কিংবা লেবুর রস লাগালে বিভিন্ন রকমের ক্ষতি
  হওয়ার আশঙ্কা থাকতে যেমনঃ সারা মুখে লাল লাল দাগে ভরে যেতে পারে যা খুবই ভয়াভয়ও।
  এছাড়াও ত্বকের বিভিন্ন স্থানে কালচে দাগ দেখা দিতে পারে, ত্বকে লাল ভাব দেখা
  দিতে পারে, ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, ত্বকের জ্বালা বা অস্বস্তি হতে পারে যা
  পরবর্তীতে খারাপ এক অবস্থার সম্মুখীন হতে পারে। তাহলে বুঝতেই পারছেন মুখে টমেটো
  লাগানোর অপকারিতা সম্পর্কে। 
ছেলেদের ত্বকের যত্নে টমেটো
  ছেলেদের ত্বকের যত্নে টমেটোর ব্যবহার সম্পর্কে আজকে আমি এই আর্টিকেলে অংশটুকুতে
  আলোচনা করব। আপনারা যারা এ বিষয়টি সম্পর্কে জানেন না তারা অবশ্যই এই আর্টিকেলের
  অংশটুকু মনোযোগ সহকারে পড়ুন। কারণ অনেক ছেলেরা রোদে কাজ করে মুখ ঝলসে যায় যার
  ফলে ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেয়। তবে এই সমস্যা দূর করার জন্য আজকের এই
  আর্টিকেলের অংশটুকু। তাই এ বিষয়টি মনোযোগ সহকারে পড়লে আশা করি অনেক উপকার
  পাবেন। আসুন তাহলে আর দেরি না করে জেনে নিন। 
  অনেক ছেলেরা রয়েছে যারা বিভিন্ন কাজকর্ম করার জন্য ত্বকের যত্ন নিতে পারেন না।
  এছাড়াও অনেক বেশি রোদে তাপমাত্রার মধ্যে ঘুরে চাকরি করার জন্য ত্বকের সঠিকভাবে
  যত্ন নিতে পারেন না। তবে এই সময় যদি ঘরোয়া ভাবে টমেটো ব্যবহার করতে পারেন তাহলে
  অনেক উপকার পাবেন। টমেটোর মধ্যে রয়েছে অ্যাসিটিক উপাদান যা ট্যান পরিষ্কার করতে
  অনেক বেশি সাহায্য করে। 
  এছাড়াও এই টমেটো ব্যবহার করলে ত্বকের বিভিন্ন সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়।
  টমেটোর মধ্যে থাকা অ্যাস্ট্রিনজেন্ট এজেন্ট রোমকূপ পরিষ্কার করতে অনেক বেশি
  সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে ভিটামিন ই, ভিটামিন সি, বিটা ক্যারোটিন ও
  লাইকোপেনের মতো যৌগ যা ত্বকের প্রদাহ কমানোর পাশাপাশি ত্বক অনেক বেশি উজ্জ্বল করে
  তুলতে সাহায্য করে। 
  এছাড়াও রোদে পুড়ে ত্বক পড়ে গেলে সেটিও থেকে রক্ষা করতে সহায়ক টমেটো। টমেটোতে
  রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি যা ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে
  সাহায্য করে এবং বার্ধক্যের লক্ষণ প্রতিরোধ করতে অনেক বেশি সহায়তা করে। তাহলে
  বুঝতেই পারছেন ছেলেদের ত্বকের যত্নে টমেটো কতটুকু উপকারী। 
পাকা টমেটো মুখে মাখার নিয়ম
  আপনি যদি পাকা টমেটো দিয়ে রূপচর্চা করতে যান তাহলে আজকের এই আর্টিকেলের অংশটুকু
  আপনার জন্যই। আজকে আমি পাকা টমেটো মুখে মাখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা
  করব এবং পাকা টমেটো মুখে ব্যবহার করে কিভাবে ত্বকের উজ্জ্বলতা নিয়ে আসা যায় সে
  বিষয়েও আলোচনা করব। তাই আপনারা যারা এই বিষয়টি সম্পর্কে জানেন না তারা অবশ্যই
  এই আর্টিকেলের অংশটুকু মনোযোগ সহকারে পড়ুন। চলুন তাহলে আর দেরি না করে পাকা
  টমেটো মুখে মাখার নিয়ম সম্পর্কে জেনে নিন। 
  অনেকেই রয়েছে যারা ত্বক তৈলাক্ত নিয়ে খুবই চিন্তার মধ্যে রয়েছেন। তাই এই
  চিন্তা থেকে দূর করতে টমেটো ব্যবহার করতে পারেন। এটি আপনার ত্বকের তৈলাক্ত ভাব
  দূর করে আপনার ত্বক অনেক মসৃণ ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে। সেক্ষেত্রে
  আপনাকে একটি তাজা টমেটো নিতে হবে। এরপর ভালো করে ব্লেন্ডারে সে টমেটো ব্লেন্ড করে
  নিতে হবে। এরপর তার সঙ্গে শসার রস যোগ করতে হবে। এরপর মুখে আঙ্গুল দিয়ে ম্যাসাজ
  করতে হবে। এতে করে আপনার ত্বকের তৈলাক্ত ভাব অনেকাংশেই কমে যাবে।
  আপনি যদি ত্বক উজ্জ্বল করতে চান তাহলেও করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যেটি করতে
  হবে প্রথমে একটি টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এরপর তার সঙ্গে অল্প
  কিছু মধু মিশ্রণ করে নিতে হবে। তারপর সুন্দর করে মুখে ভালোভাবে লাগিয়ে ১৫ থেকে
  ২০ মিনিট অপেক্ষা করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তাহলে আপনার ত্বক
  আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল দেখা যাবে।
  যদি আপনার ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে চান তাহলে টমেটোর রসের সঙ্গে বাদাম ও
  দুধ একসঙ্গে মিশ্রণ করে ত্বকে ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর পরিষ্কার
  পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে করে আপনার রোদে পোড়া ভাব দূর হবে।
  অনেকেরই ত্বকের তেলচিটে ভাব হয়ে থাকে যার জন্য ত্বক দেখতে অনেকটা খারাপ লাগে।
  তাই এই সমস্যা থেকে দূর করতে টমেটো অত্যন্ত কার্যকর। তাই আপনাকে এই সমস্যা দূর
  করার জন্য কাঁচা টমেটো রস মুখে পাঁচ থেকে ১০ মিনিট পর্যন্ত লাগিয়ে রেখে দিতে
  হবে। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তাহলে তেলচিটে ভাব দূর হবে এবং
  ত্বক অনেক মসৃণ ও পরিষ্কার হবে।
শেষ কথা | মুখে টমেটো লাগানোর অপকারিতা
    প্রিয় পাঠক সম্পূর্ণ আর্টিকেল পড়ে আশা করি মুখে টমেটো লাগানোর অপকারিতা এবং
    ছেলেদের ত্বকের যত্নে টমেটো ব্যবহার সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দিতে সক্ষম
    হয়েছি। আর্টিকেলটি পড়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন। তাহলে অবশ্যই বন্ধুদের
    সাথে শেয়ার করতে ভুলবেন না। এই আর্টিকেলটি বন্ধুদের সাথে শেয়ার করলে আপনার
    বন্ধুরাও জানতে পারবে। তাই দেরি না করে আপনার বন্ধুদের সাথে আর্টিকেলটি শেয়ার
    করুন।
  
  
    এই রকম আরো আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। এই আর্টিকেলটি
    পড়ে যদি আপনার কোনো মতামত জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানিয়ে
    যাবেন। (ধন্যবাদ) আসসালামু আলাইকুম।
  

এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url