ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম

ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম, সম্পর্কে গুগলে সার্চ করে যারা এই পর্যন্ত এসেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। কিভাবে আপনারা ইসলামিক ব্যাংক এটিএম বুথ ব্যবহার করে সঠিকভাবে টাকা তুলবেন সেই সম্পর্কে এই পোস্টে বিস্তারিত জানানো হয়েছে।
ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম
এছাড়াও আপনি এটিএম কার্ড ব্যবহারের নিয়ম সম্পর্কেও বিস্তারিত জেনে যাবেন। তাই দেরি না করে আসুন মূল আলোচনায় যাওয়া যাক।.

ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম

আমরা সকলেই জানি ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বিশ্বাসযোগ্য ও দ্বিতীয় নম্বর ব্যাংক। বাংলাদেশের প্রাইস হাজার হাজার মানুষ এই ইসলামী ব্যাংক একাউন্ট খুলে টাকা লেনদেন করছেন।

তবে যাই হোক নতুনরা যারা ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তুলতে পারেন না ঠিক তাদের উদ্দেশ্যেই আজকের এই আলোচনা। তাই আসুন কিভাবে ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তুলবেন তার সকল নিয়ম কানুন জেনে নিন।
  • সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, ইসলামী ব্যাংক এটিএম কার্ড সহ নিকটস্থ এটিএম বুথে যেতে হবে।
  • এরপরে একটু খেয়াল করলে দেখতে পাবেন মেশিনের ডানে অথবা বামে এটিএম কার্ড ঢুকানোর অপশন রয়েছে সেখানে এটিএম কার্ড টি প্রবেশ করান।
  • এরপরে এটিএম কার্ড মেশিনের মধ্যে যাওয়ার পর আপনার কাছ থেকে পিন নম্বর চাইবে, সেখানে ৪ থেকে ৫ সংখ্যার যে গোপন পিন নম্বরটি আপনাকে দেওয়া হয়েছে সেটি ওখানে লিখুন। (মেশিনে একটু খেয়াল করলে দেখবেন সেখানে কিছু নাম্বার প্যাড রয়েছে সেখান থেকে আপনার পিন নম্বর লিখুন)
  • পিন নম্বর লেখা সম্পূর্ণ হয়ে গেলে এখন আপনাকে নগদ উত্তোলন বা Withdraw Cash সিলেক্ট করতে হবে। যদি বাটন থাকে তাহলে বাটনে ক্লিক করুন অথবা তিনটা সিস্টেম হলে স্ক্রিনে টাচ করে নির্বাচন করুন।
  • এরপর আপনি ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে কত টাকা তুলবেন সেটা সিলেক্ট করুন। সর্বনিম্ন ৫০০ টাকা তুলতে পারবেন এর ওপরে আপনি মেশিনে লেখায় থাকবে আপনার ইচ্ছামত টাইপ করে পরবর্তী ধাপে যাবেন।
  • এরপর এটিএম বুথ কার্ডটি ঢুকানো থেকে শুরু করে পিন নম্বর, নগদ উত্তোলন এবং টাকার পরিমাণ দেওয়ার পর আপনার কাছে কনফার্ম বাটন আসবে যেখানে ক্লিক করতে হবে।
  • এরপর কিছুক্ষণ অপেক্ষা করলে মেশিন আপনাকে টাকা দিয়ে দিবে। এরপর আপনি কাঙ্খিত টাকা এবং এটিএম কার্ডটি সংগ্রহ করুন।
মনে রাখবেনঃ টাকা উত্তোলন করা শেষ হয়ে গেলে, আপনি আরো টাকা উত্তোলন করবেন কিনা সেটার জন্য হ্যাঁ অথবা না বাটন রয়েছে। 
যদি আপনি আর টাকা উত্তোলন না করেন তাহলে না বাটনে ক্লিক করুন সাথে সাথেই আপনার কার্ড বের করে দিবে। আশা করি ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে সঠিকভাবে জানতে পেরেছেন।

এটিএম কার্ড ব্যবহারের নিয়ম

  • এটিএম কার্ড ব্যবহারের করার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে। সর্বপ্রথম যদি আপনার এটিএম কার্ড থাকে তাহলে সেটির পিন নম্বর গোপন রাখুন। কখনোই যেন গোপন পিন নম্বরটি অন্য কেউ জানতে না পারে সেদিকে খেয়াল রাখুন। যদি কেউ জেনে যায় তাহলে নিজের অজান্তেই আপনার কাছ থেকে সব টাকা তুলে নিবে আপনি বুঝতেই পারবেন না। তাই পিন নম্বর এবং কার্ড একসাথে কখনোই রাখবেন না।
  • যদি আপনার এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে কোন সময় সমস্যা হয় তাহলে সাথে সাথেই এটিএম বুথের যিনি ম্যানেজার হয়েছে তার সাথে কথা বলুন। (বিশেষ করে অপরিচিত ব্যক্তির সাথে এই বিষয়গুলো নিয়ে কখনোই আলোচনা করা উচিত নয়)
  • এটিএম কার্ডের ছবি বা নম্বর কখনোই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না। এতে করে পরবর্তীতে সমস্যা হতে পারে।
  • এটিএম কার্ড যখন আপনি ভুতে প্রবেশ করাবেন তখন অবশ্যই সঠিক পিন নম্বর টাইপ করবেন। মনে রাখবেন তিনবারের বেশি ভুল তিন নম্বর টাইপ করে টাকা উঠানোর চেষ্টা করলে আপনার কার্ডটি আর বের হবে না। আর পরবর্তীতে পুনরায় সার্ভিস চার্জ দিয়ে অন্য আরেকটি কার্ড আপনাকে সংগ্রহ করে নিতে হবে। তাই ভুল করেও এই কাজগুলো করবেন না।
  • এছাড়াও এটিএম কার্ড ব্যবহার করে ইসলামী বুথে টাকা উত্তোলন করার সময় অবশ্যই ভালোভাবে টাকা চেক করে নিবেন। কারণ অনেক সময় বুথ থেকেও জাল বা ছেড়া টাকা বের হয়।
  • এছাড়াও এটিএম কার্ড ব্যবহার করে টাকা উত্তোলন করলে অবশ্যই স্থানীয় কিংবা আপনার নিকটতম যেখানে এটিএম মেশিন রয়েছে সেখানে আপনি সেই কার্ডটি প্রবেশ করিয়ে টাকা উত্তোলন করতে পারেন। অনেক ক্ষেত্রেই অচেনা স্থানে গিয়ে এটিএম কার্ড প্রবেশ করালে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আগে থেকেই সাবধান থাকা উত্তম।
  • একটি বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন এটিএম মেশিনে টাকা উত্তোলন করার সময় অনেক ক্যামেরা এবং লোকজন থাকতে পারে তাই চেষ্টা করবেন আপনার গোপন পিন নম্বরটি নিজের শরীরের সাহায্যে ঢেকে রাখার যাতে করে কেউ কোনোভাবে আপনার পাসওয়ার্ডটি দেখতে না পারে।
  • এটিএম কার্ড ব্যবহার করে টাকা তোলার পর কখনোই আপনার ট্রানজেকশন স্লিপ অথবা রিসিভ এটিএম বুথে ফেলে আসবেন না এতে করে আপনার ব্যক্তিগত তথ্য অন্য কারো হাতে চলে যেতে পারে তাই একটু লক্ষ্য রেখে ট্রানজেকশন স্লিপ বা রিসিভ নেওয়া উত্তম।
  • সর্বশেষে আরেকটি বিষয়, সেটি হল অনলাইনে কোন ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি পেমেন্ট করেন তাহলে অবশ্যই সেই ওয়েবসাইটের ইউ আর এল, (URL) এ https:// প্রটোকল আছে কিনা সেদিকে অবশ্যই খেয়াল করবেন। যদি https:// প্রটোকল থাকে তাহলে আপনি নিশ্চিন্তে যেকোনো কার্ড ব্যবহার করে অনলাইনে পেমেন্ট করতে পারবেন। কোনরকম রিক্স হবে না। আর প্রটোকল না থাকলে সেখানে পেমেন্ট করার কোন প্রয়োজন নেই।
উপরে উল্লেখিত বিষয়গুলো সঠিকভাবে মেনে চললে এটিএম কার্ড ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এতে করে কোনরকম সমস্যা হবে না। আশা করি এটিএম কার্ড ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

এটিএম কার্ড দিয়ে টাকা তোলার নিয়ম

এটিএম কার্ড দিয়ে টাকা তোলার সঠিক নিয়ম হল সবার প্রথমে এটিএম কার্ড এটিএম মেশিনের মধ্যে প্রবেশ করান।

এরপর এটিএম কার্ডের ৪ থেকে ৫ টি গোপন পিন নম্বর রয়েছে সেটি ভালোভাবে টাইপ করুন। মনে রাখবেন ভুল করে ৩ বার পিন নম্বর টাইপ করে টাকা তোলার চেষ্টা করলে কার্ডটি ভেতরে আটকে যাবে। পরবর্তীতে সেই কার্ডের রিচার্জ সম্পূর্ণ করে আবার নতুন করে কার্ড তৈরি করতে হবে। তাই ভালোভাবে পিন নম্বরটি টাইপ করবেন।
এরপর আপনি এটিএম কার্ড থেকে কত টাকা উত্তোলন করতে চান তার পরিমাণ এটিএম বুথের স্ক্রিনে দেয়া হয়েছে সিলেক্ট করুন। এরপর কনফার্ম বাটনে ক্লিক করুন।

ব্যাস কিছুক্ষণ অপেক্ষা করলেই আপনি এটিএম মেশিন থেকে টাকা পেয়ে যাবেন। এরপর যদি আপনি টাকা আরো উত্তোলন করতে চান তাহলে হ্যাঁ বাটনে ক্লিক করুন, আর যদি উত্তোলন না করতে চান তাহলে না বাটনে ক্লিক করুন। না বাটনে ক্লিক করলে আপনার কার্ডটি বের হয়ে চলে আসবে।

অনেক আগে ইসলামী ব্যাংক বুথ থেকে টাকা উত্তোলন করলে ট্রানজেকশন আইডি অথবা মানি রিসিভ পাওয়া যেত কিন্তু সেই অপশনটি বর্তমানে বন্ধ করে দিয়েছে। এখন একজন গ্রাহক ব্যাংকের সাথে লিংক করা যে মোবাইল নম্বরটি রয়েছে সেখানেই টাকা লেনদেন সম্পূর্ণ হয়ে গেলে ট্রানজেকশন এসএমএস সহ যাবতীয় তথ্য পেয়ে থাকেন।

আশা করি ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি এটিএম কার্ড দিয়ে টাকা তোলার নিয়ম সম্পর্কেও সঠিকভাবে জানতে পেরেছেন।

এটিএম কার্ড কিভাবে তৈরি করব

অনেক নতুন তরুণেরা জানেন না কিভাবে এটিএম কার্ড তৈরি করবে। তাই তাদের উদ্দেশ্যে আজকে আমি এটিএম কার্ড কিভাবে তৈরি করা যায় তা বিস্তারিত আলোচনা করব। তাই আসুন আর দেরি না করে জেনে নিন।
যদি আপনারা এটিএম (ATM) কার্ড তৈরি করতে চান তাহলে আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবেঃ

✅ ধাপ ১ঃ একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলুন

যদি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, তাহলে প্রথমে একটি ব্যাংকে গিয়ে সেভিংস (Savings) বা কারেন্ট (Current) অ্যাকাউন্ট খুলতে হবে।

অ্যাকাউন্ট খোলার জন্য যা লাগবেঃ
  • জাতীয় পরিচয়পত্র (NID)
  • পাসপোর্ট সাইজ ছবি
  • ঠিকানার প্রমাণ (যেমন বিদ্যুৎ বিল বা নাগরিক সনদ)
  • নাম ও স্বাক্ষর
✅ ধাপ ২ঃ এটিএম কার্ডের জন্য আবেদন করুন

অ্যাকাউন্ট খোলার সময় বা পরে আপনি এটিএম/ডেবিট কার্ডের জন্য আবেদন করতে পারেন। ব্যাংকের কর্মচারীকে জানালেই আপনাকে একটি ফর্ম দিবে। এরপর ফরমটি সঠিকভাবে পূরণ করতে হবে।
আপনি অনুরোধ করতে পারেনঃ
  • এটিএম কার্ড
  • মোবাইল ব্যাংকিং (যদি চান)
  • ইন্টারনেট ব্যাংকিং (সুবিধা অনুযায়ী)
✅ ধাপ ৩ঃ কার্ড প্রসেস এবং সরবরাহ
  • ব্যাংক সাধারণত ৫-৭ কর্মদিবসের মধ্যে কার্ড প্রস্তুত করে।
  • প্রস্তুত হলে তারা আপনাকে কল করে জানাবে, অথবা আপনি ব্রাঞ্চ থেকে সংগ্রহ করতে পারবেন।
✅ ধাপ ৪ঃ কার্ড একটিভেশন
  • কার্ড হাতে পাওয়ার পর এটিএম বুথে গিয়ে একটি পিন সেট করতে হয়।
  • কিছু ব্যাংকে SMS বা কল করে একটিভেশন করতে হয়।

এটিএম কার্ড চালু করার পদ্ধতি

আপনারা যারা ব্যাংক থেকে এটিএম কার্ড নতুন পান তখন কিন্তু এটিএম কার্ডটি ডিএক্টিভ থাকে অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে চালু থাকে না। সেই কার্ডটিকে চালু করে নিতে হয়। তবে এটিএম কার্ড চালু করার পদ্ধতি দুই রকম রয়েছে।
  • ১) ব্যাংকে কল সেন্টারের মাধ্যমে
  • ২) ইন্টারনেট অ্যাপ্স এর মাধ্যমে
আপনাদের সুবিধার জন্য ব্র্যাক ব্যাংকের এটিএম কার্ড চালু করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব।
সর্বপ্রথম ব্র্যাক ব্যাংকের যে আস্থা অ্যাপটি রয়েছে সেটি লগইন করুন।

এরপর একটি ওপেন করার পরে থ্রি ডট মেনু আইকন এক সাইডের কোনায় রয়েছে সেখানে ক্লিক করুন।

এরপর নিচের দিকে সার্ভিস (services) নামে অপশন রয়েছে সেখানে ক্লিক করুন।

সার্ভিস এ ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশনের অপশন আসবে যেখানে Card Management লেখা রয়েছে সেখানে ক্লিক করুন।

এরপর আপনার সামনে বিভিন্ন অপশন আসবে যেখানে Credit Card/Debit Card/Prepaid Card লেখা থাকবে আপনার যে কার্ড সেটার ওপর ক্লিক করে Select Card এ Next বাটনে ক্লিক করুন।

এরপর Enter the third 4 digits of the selected card অর্থাৎ এখানে আপনাকে ৪ ডিজিটের পিন নম্বরটি সিলেক্ট করতে হবে। এটি আপনি কার্ডের অপর পৃষ্ঠায় পেয়ে যাবেন। (মনে রাখবেন এই পিন নম্বরটি টাকা উত্তোলন করার পিন নম্বর নয়। এটি কার্ডের পিছন সাইডে থার্ড অপশনে যে পিন নম্বরটি রয়েছে সেটি) উদাহরণস্বরূপঃ 0000 0000 👉0000👈 0000

এরপর আপনাকে Expiry Date এ মাস এবং বছর সিলেক্ট করতে হবে। আপনার কার্ডের মেয়াদ কবে শেষ হবে সেটি কার্ডের সাথেই লেখা থাকে সেখান থেকে বসিয়ে দিবেন।

এরপর CVV এর জায়গায় আপনাকে নম্বর বসাতে হবে। এটি আপনি কার্ডের অপর পৃষ্ঠায় পেয়ে যাবেন।

এরপর আপনাকে New Pin এবং Confirm New Pin এ একই 4 digits গোপন পিন নম্বরটি বাসাতে হবে। এটি মূলত আপনার টাকা তুলন করার মূল পিন নম্বর।

এরপরে Select Authorization Mode এসএমএস অপশনটি সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।
এরপর আপনার যে অপশন গুলো আসবে, সেগুলোর মধ্য থেকে কনফার্ম (Confirm) বাটনে ক্লিক করুন।

এরপর আপনি যে নম্বরটি দিয়ে এটিএম কার্ডটি রেজিস্ট্রেশন করেছেন সেখানে ৬ সংখ্যার ওটিপি কোড (OTP Code) এসএমএস এর মাধ্যমে দেওয়া হবে। সেখান থেকে সেই কোডটি ভেরিফিকেশন এর জায়গায় বসিয়ে Verify অপশনে ক্লিক করুন।

এরপর সকল তথ্য সঠিক থাকলে আপনাকে তারা বলবেন, Your Request for PIN generation/activation for the card 0000-0000-0000-0000 (উদাহরণস্বরূপ) has been completed successfully.

উপরে উল্লেখিত সকল প্রসেস গুলো সঠিকভাবে অনুসরণ করে এটিএম কার্ড খুব সহজেই চালু করতে পারবেন। আর যদি এই প্রসেসগুলো জানার পরও করতে ভয় পান তাহলে নিকটস্থ এটিএম বুথে গিয়ে কার্ডটি একটিভ করে নিন।  

আশা করি ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম এবং এটিএম কার্ড ব্যবহারের নিয়ম সম্পর্কে জানার পাশাপাশি এটিএম কার্ড চালু করার পদ্ধতি সম্পর্কেও সঠিকভাবে জানতে পেরেছেন।

এটিএম কার্ড কি ক্রেডিট কার্ড?

এটিএম কার্ড, (ইংরেজি ATM card) এটি মূলত এক ধরনের পেমেন্ট কার্ড। এই এটিএম কার্ডের মাধ্যমে একজন গ্রাহক তার ব্যাংকের অথবা অন্য ব্যাংকের এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করতে পারে।

শুধু তাই নয় পাশাপাশি এই এটিএম কার্ডটি ব্যবহার করে কেনাকাটা সহ কারেন্ট বিল পানি বিল গ্যাস বিল ডিপার্টমেন্ট স্টোরিস এবং মুদি দোকানের বিল সহ ইত্যাদি মূল্য পরিশোধ করা যায়। সচরাচর এই এটিএম কার্ডকে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বলা হলেও কিন্তু এটি নয়। 

ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করে এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করা যায় বলে এমনটা অনেকেই মনে করেন বা প্রচলিত। যারা এটিএম কার্ড কি ক্রেডিট কার্ড? এ বিষয়টি জানতে চেয়েছেন। তারা আশা করি সঠিকভাবে জানতে পেরেছেন।

এটিএম কার্ডের চার্জ

বিভিন্ন ব্যাংকে এটিএম বুথ থেকে নগদ অর্থ উত্তোলনের চার্জ অনেকটাই বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক। এতদিন এটিএম কার্ডের চার্জ ১০ টাকা থেকে ১৫ টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন বর্তমানে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলনে সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত চার্জ নেওয়া হয়। 

তবে এর মধ্যে সর্বোচ্চ ১৫ টাকা গ্রাহকের কাছ থেকে ইস্যুয়িং ব্যাংক আদায় করতে পারবে এবং ৫ টাকা অ্যাকোয়ারিং ব্যাংককে পরিশোধ করতে হবে।

লেখকের মন্তব্য | ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম

প্রিয় পাঠক আশা করি আজকের পোষ্টের মাধ্যমে আপনারা সকলেই ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম এবং এটিএম কার্ড ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। এই পোস্টটি পড়ে যদি আপনাদের কারো প্রশ্ন বা কোন গুরুত্বপূর্ণ মতামত জানানো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। পাশাপাশি আজকের এই পোস্টটি আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন সকলের কাছে এই বিষয়গুলো জানান সুযোগ করে দিন। জানান সুযোগ করে দিন। আরো নতুন নতুন তথ্য আপডেট পেতে নিয়মিত https://www.emamdigitalbd.com/ এই ওয়েবসাইট ভিজিট করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪