চোখের এলার্জির ড্রপ এর নাম - জীবানুমুক্ত চোখের ড্রপ নাম

সম্মানিত পাঠক বৃন্দ, চোখের এলার্জির ড্রপ এর নাম সম্পর্কে যদি আপনার বিস্তারিত জানা না থাকে তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্যই। দয়া করে সম্পূর্ণ পোস্টটি পড়ে চোখের এলার্জি ড্রপ সহ আরো বিভিন্ন ড্রপ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।
চোখের এলার্জির ড্রপ এর নাম সম্পর্কে বিস্তারিতও জেনে নিন
এছাড়াও জীবানুমুক্ত চোখের ড্রপ নাম সহ আরো চোখের বিভিন্ন সঠিক তথ্য এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ে জেনে নিন।.

চোখের এলার্জির ড্রপ এর নাম

চোখের এলার্জির ড্রপ এর নাম সম্পর্কে জানতে হলে সবার প্রথমে চোখের এলার্জি কি তা জানতে হবে।সাধারণত আপনি যখন চোখ চুলকান বা চোখে লাল অনুভব করেন তখন আপনি হয়তো মনে করুন এটি সাধারণ একটি বিষয়। 

কিন্তু সাধারণ কোন বিষয় নয় এটি সম্পূর্ণ এলার্জির সাথে আপনি মোকাবেলা করছেন। লক্ষ লক্ষ মানুষ এই এলার্জির সমস্যায় ভুগছেন। 
দৈনন্দিন জীবনে কোন কিছু খাওয়ার ফলে অথবা কোন কিছু কারণে এলার্জি সমস্যা তৈরি হয়। তবে এই ধরনের সমস্যা এড়াতে চোখের এলার্জি ড্রপ অত্যন্ত কার্যকারী। চোখের এলার্জির ড্রপ এর নাম হলোঃ-
  • ওলাপাটাডিন (Olopatadine)
  • বেপোটাস্টাইন (Bepotastine)
  • কেটোরোলাক (Ketorolac)
  • সোডিয়াম ক্রোমোগ্লাইকেট (Sodium cromoglycate)
  • ফ্লুরোমেথালোনের মতো কম ক্ষমতার স্টেরয়েড (Fluorometholone)
উপরে উল্লেখিত যে সকল ড্রপগুলোর নাম দেওয়া হয়েছে এগুলো চোখে এলার্জির হলে ব্যবহারযোগ্য। তবে হ্যাঁ এই ড্রপগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করবেন। এই ড্রপগুলো কিভাবে আপনি ব্যবহার করবেন তা নিচে আলোচনা করা হলো-
  • চোখের ড্রপ দেওয়ার আগে ভালোভাবে আপনার দুই হাত ধুয়ে নিন এরপর চোখ স্পর্শ করে চোখে ড্রপ দিন।
  • ড্রপগুলো ব্যবহার করার আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিন।
  • এরপর চোখের ড্রপ ওষুধের ক্যাপ সরিয়ে নিন পাশাপাশি ড্রপার টিপ স্পর্শ করবেন না।

জীবানুমুক্ত চোখের ড্রপ নাম

পূর্বে আমরা চোখের এলার্জির ড্রপ এর নাম সম্পর্কে জেনেছি এখন আমরা জেনে নেব জীবাণুমুক্ত চোখের ড্রপ নাম। জীবাণুমুক্ত চোখের ড্রপ এর নাম হলো- আই-ময়েস্ট (I - Moist) এই ড্রপটি জীবাণুমুক্ত চোখের ড্রপ। 

বিশেষ করে চোখের শুষ্কতা জনিত উপসর্গ যেমন চোখ জ্বালাপোড়া অসস্তি প্রতিরোধ করতে অনেক বেশি সাহায্য করে এই ড্রপটি। এ ড্রপটি চোখকে অনেক সুরক্ষিত রাখে। 

এটি চোখে দেওয়ার পর চোখের পিএইচ এর সাথে মিলে যায় ফলে চোখের ড্রপসের যে উপাদান গুলো রয়েছে সেগুলো চোখের ক্লিয়ার এর সাথে ভালোভাবে মিশে চোখের উপরে ভাগে জেলের মতো নেটওয়ার্ক তৈরি করে। 
ফলে চোখের উপরের অংশকে অনেকটাই সতেজ লাগে এবং চোখের জীবাণুমুক্ত জ্বালাপোড়া ও শুষ্কতা দূর করতে সাহায্য করে। এই ড্রপটি আক্রান্ত চোখে দিনে চারবার অথবা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে। 

এই ড্রপটির কোনরকম পার্শ্বপ্রতিক্রিয়া নেই তবে চোখের এই ড্রপের কোন উপাদান যদি চোখের চুলকানি অনুভব করে তাহলে এটি ব্যবহার করা থেকে বিরত থাকবেন।

মনে রাখবেন, জীবাণুমুক্ত চোখের ড্রপ ব্যবহার করার সময় বোতলটি টিপ অন্য কোন বস্তুর সঙ্গে যেন না লাগে সেদিকে লক্ষ্য রাখবেন। পাশাপাশি প্রতিবার ড্রপটি ব্যবহার করার পর ক্যাপ ভালোভাবে লাগিয়ে রাখুন।

মক্সিফ্লক্সাসিন চোখের ড্রপ এর কাজ কি

মক্সিফ্লক্সাসিন চোখের ড্রপ এর কাজ কি?, মক্সিফ্লক্সাসিন হল একটি অ্যান্টিবায়োটিক, যা কনজাক্টিভাইটিস, যক্ষ্মা এবং সাইনোসাইটিস, নিউমোনিয়া, এন্ডোকার্ডাইটিস সহ ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি মুখ দিয়ে আপনার

শিরাতে ইনজেকশন হিসেবে ব্যবহার করা যাবে এবং ড্রপ হিসাবে দেওয়া যেতে পারে। শুধু তাই নয়, চোখের বিভিন্ন সংক্রমণে মক্সিফ্লক্সাসিন একটি কার্যকরী অ্যান্টিবায়োটিক। 
এটা তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে মাথা ঘোরা ডায়রিয়া মাথা ব্যাথা ইত্যাদি হতে পারে। ১৯৮৮ সালে মক্সিফ্লক্সাসিন পেটেন্ট করা হয়েছিল। আর ১৯৯৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মক্সিফ্লক্সাসিন ব্যবহারের অনুমোদিত হয়েছিল। 

মক্সিফ্লক্সাসিন পেটের সংক্রমণ, যক্ষা, শ্বাসযন্ত্রের সংক্রমণ, কন্‌জাঙ্কটিভাইটিস সহ বেশ কয়েকটি সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয়। আশা করি চোখের এলার্জির ড্রপ এর নাম এর পাশাপাশি মক্সিফ্লক্সাসিন চোখের ড্রপ এর কাজ কি তা সঠিকভাবে জানতে পেরেছেন।

চোখ পরিষ্কার করার ড্রপ এর নাম

চোখ পরিষ্কার করার জন্য সাধারণত ব্যবহৃত কিছু চোখের ড্রপের নাম নিচে দেওয়া হলো, তবে ব্যবহারের আগে অবশ্যই একজন চক্ষু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সাধারণ চোখ পরিষ্কারের জন্য ব্যবহৃত চোখের ড্রপঃ

  • Refresh Tears – চোখের শুষ্কতা দূর করে ও পরিষ্কার অনুভূতি দেয়
  • Tears Naturale – কৃত্রিম অশ্রু, চোখ আর্দ্র রাখে
  • Systane Ultra – চোখের শুষ্কতা ও অস্বস্তি দূর করতে সাহায্য করে
  • Clear Eyes – লালচে ভাব ও জ্বালাভাব দূর করে
  • Lubrex – চোখ পরিষ্কার ও শুষ্কতা কমাতে সাহায্য করে

যদি সংক্রমণ বা এলার্জি হয়ঃ

  • Zaditen – এলার্জি জনিত চোখ চুলকানি ও লালচে ভাবের জন্য
  • Tobramycin (ব্যবহার ডাক্তারের পরামর্শে) – ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য
উপরে উল্লেখিত যে সকল সবগুলোর নাম নেওয়া হয়েছে সেগুলো চোখ পরিষ্কারের জন্য ব্যবহৃত হয়। তবে চোখ পরিষ্কার করার ড্রপ এর নাম পাশাপাশি চোখের এলার্জির ড্রপ এর নাম এবং জীবানুমুক্ত চোখের ড্রপ নাম সম্পর্কেও উপরে সঠিকভাবে জানতে পেরেছেন।

মক্সিফ্লক্সাসিন চোখের ড্রপ এর দাম

৫ মিলি মক্সিফ্লক্সাসিন চোখের ড্রপ এর দাম হলো ১৬০ টাকা। আর এই ড্রপের কোম্পানির নাম হলো জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আক্রান্ত চোখে এক ফোটা করে দিনে তিনবার করে চিকিৎসার সময়কাল অনুযায়ী ৭ দিন ব্যবহার করতে হবে।

লেখকের মন্তব্য

আশা করি আপনারা সকলেই চোখের এলার্জির ড্রপ এর নাম এবং জীবানুমুক্ত চোখের ড্রপ নাম সম্পর্কে বিস্তারিত তথ্য সঠিকভাবে জানতে পেরেছেন। উপরোক্ত আলোচনা পড়ে যদি কারো গুরুত্বপূর্ণ মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। পোস্টটি পড়ে আপনাদের মধ্যে যারা উপকৃত হয়েছেন তারাও অন্যদের মাঝে পোস্টটি শেয়ার করবেন। প্রতিদিন নিত্য নতুন আপডেট তথ্য পেতে https://www.emamdigitalbd.com/ ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪