টিন সার্টিফিকেট ডাউনলোড করুন সঠিক নিয়মে (নতুনদের জন্য)
আপনি কি টিন সার্টিফিকেট ডাউনলোড করার উপায় খুঁজছেন? তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্যই। আজকে আমি এই পোষ্টের মাধ্যমে কিভাবে আপনি সঠিক নিয়মে Tin সার্টিফিকেট ডাউনলোড করবেন তার সকল নিয়মকানুন এই পোস্টে বিস্তারিতও দেওয়া হলো।
পাশাপাশি কিভাবে আপনারা টিন সার্টিফিকেট লগইন করবেন, তারপর টিন সার্টিফিকেট চেক অনলাইন টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। তাই আসুন পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।.
টিন সার্টিফিকেট ডাউনলোড
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, শেয়ার বাজার বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য, গাড়ি ক্রয় এবং ক্রেডিট-ডেবিট কার্ড প্রাপ্তি সহ আরও বিভিন্ন কাজে অত্যন্ত প্রয়োজন হয় টিন সার্টিফিকেট। এই টিন সার্টিফিকেট ইতিপূর্বে অনেকেই তৈরি করে নিয়েছেন।
তবে যারা নতুন তারা কিভাবে টিন সার্টিফিকেট ডাউনলোড করবে তার প্রক্রিয়াগুলো জানেন না। তাই তাদের ক্ষেত্রে এ বিষয়টি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
টিন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য সবার প্রথমে আপনাকে মোবাইলে অথবা কম্পিউটারে ডাটা সংযোগ রেখে ব্রাউজারে প্রবেশ করতে হবে।
এরপর সেখানে E-tin লিখে সার্চ করতে হবে। তারপর গুগল সার্চ রেজাল্টে আসা e-TIN Registration- Tax Identification Number ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
যদি আপনি কোন কারণে ইউজার আইডি (User ID) ও পাসওয়ার্ড (Password) ভুলে গিয়ে থাকেন তাহলে নিচের অপশনে একটু লক্ষ্য করলে দেখবেন ফরগেট পাসওয়ার্ড (Forgot Password) অপশন রয়েছে সেখানে ক্লিক করে আপনার ইউজার আইডি (User ID) ও পাসওয়ার্ড (Password) পরিবর্তন করতে পারবেন।
ওয়েব সাইটে প্রবেশ করার পর আপনার সামনে ওয়েলকাম ইন্টারফেস আসবে সেখান থেকে একটু খেয়াল করলে থ্রি ডট মেনু বার থেকে লগইন অপশন এ ক্লিক করতে হবে। তাহলে আপনার সামনেই ইউজার লগইন ইন্টারফেস খুব সহজেই খুলে যাবে।
এখন আপনাকে ইউজার আইডি (User ID) জায়গায় ই-টিন User ID এবং ই-টিন সার্টিফিকেট করার সময় যে গোপন পিন নম্বরটি দিয়েছিলেন সেটি দিয়ে লগইন করুন।
লগইন করা শেষ হয়ে গেলে পাশে একটু লক্ষ্য করলে মেনুবার দেখতে পাবেন সেখানে অনেকগুলো অপশন রয়েছে যেমনঃ- TIN Application, File Transfer, Change Contact, View TIN Certificate ইত্যাদি। এই অপশনগুলো থেকে View TIN Certificate অপশনে ক্লিক ক্লিক করতে হবে। তাহলে আপনার সামনে একটি টিন সার্টিফিকেট চলে আসবে।
সেখানে Save Certificate, Print Certificate, Email Certificate অপশন থাকবে আপনি যে কোন মাধ্যমে টেন সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। বিশেষ করে আপনারা যারা টিন সার্টিফিকেট ডাউনলোড করতে চান তারা Save Certificate অপশন এ ক্লিক করে টিন সার্টিফিকেটটি Download করে নিতে পারবেন।
আশা করি কিভাবে আপনি খুব সহজেই অল্প সময়ে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে টিন সার্টিফিকেট ডাউনলোড করবেন তার সঠিকভাবে বুঝতে পেরেছেন।
এছাড়াও আপনারা এই https://secure.incometax.gov.bd/TINHome লিংকে ক্লিক করে সরাসরি টিন সার্টিফিকেট ওয়েবসাইটে যেতে পারবেন।
মোবাইল নাম্বার দিয়ে টিন সার্টিফিকেট ডাউনলোড
যদি আপনারা মোবাইল নাম্বার দিয়ে পিন সার্টিফিকেট ডাউনলোড করতে চান তাহলে সে ক্ষেত্রে নিজের ধাপগুলো অনুসরণ করতে পারেনঃ-
মোবাইল নম্বর দিয়ে টিন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য সবার প্রথমে আপনাকে https://etaxnbr.gov.bd ওয়েবসাইট ভিজিট করে e Return অপশনে যেতে হবে।
এরপর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আপনার বারো ভিজিটের যে টিন নম্বরটি রয়েছে সেটি সঠিকভাবে লিখুন।
এরপর, আপনার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বারটি লিখুন এবং সেখানে ক্যাপচা কোডটি Capital Letter, Small Letter ও সংখ্যা সঠিকভাবে লিখুন। (যেন কোন ভাবে ভুল না হয়) এরপরে Verify বাটনে ক্লিক করুন।
এরপর আপনার মোবাইল ফোনে ওটিপি কোড (OTP Code) পাঠানো হবে, সেটি দিন এবং আপনার পছন্দ অনুযায়ী একটি সঠিক পাসওয়ার্ড নির্বাচন করুন তারপর রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
আপনি যে পাসওয়ার্ডটি ব্যবহার করবেন সেটি অবশ্যই Number + Mark + Capital Letter + Small Letter ব্যবহার করে সেট করবেন এতে করে আপনার অনেকটা স্ট্রং পাসওয়ার্ড হবে। উদাহরণস্বরূপঃ 547@&Em#
সবশেষে E Return সিস্টেমে গিয়ে সাইন ইন করে নিন। এরপর টেক্সট রেকর্ড (Tax Record) অপশনে গিয়ে টিন সার্টিফিকেট লিংকে ক্লিক করুন। তারপর ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার টিন সার্টিফিকেট খুব সহজেই ডাউনলোড করে নিন।
টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন
অনেকেই টিম সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে চান কিন্তু কিভাবে করবেন এই সকল প্রক্রিয়াগুলো অনেক নতুন তরুণরা জানেন না। যেহেতু জানেন না সেহেতু সঠিক নিয়মে তিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন প্রক্রিয়াগুলো নিচে ধাপে ধাপে আলোচনা করা হয়েছে।
এখানে আপনি রেজিস্ট্রেশন করা সহ লগইন করবেন কিভাবে অনলাইনে চেক করবেন কিভাবে তা এ টু জেড আলোচনা করা হয়েছে। তাই আসুন নিচের অংশটুকু মনোযোগ সহকারে পড়ুন এবং সঠিক তথ্য জেনে নিন
টিন সার্টিফিকেট লগইন
- টিন সার্টিফিকেট লগইন করার জন্য আপনাকে সবার প্রথমে যেটি করতে হবে সেটি হল ইউজার আইডি প্রদান করতে হবে। তবে ইউজার আইডি বিভিন্ন লেটার এবং সংখ্যার সংমিশ্রণে হতে পারে। এই ইউজার আইডিতে কোনরকম স্পেস দেওয়া যাবে না। এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন।
- এরপর ৪ ডিজিটের মধ্যে পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড এমন ভাবে দিবেন যাতে করে অনেক স্ট্রং পাসওয়ার্ড হয়। উদাহরণস্বরূপঃ 4@Ev
- পাসওয়ার্ডটি দেওয়ার পর Retype Password’ ঘরে আপনার দেওয়া পাসওয়ার্ডটি আবার দিন।
- এরপর question অপশন রয়েছে যেটা আপনার সিকিউরিটি কোশ্চেন। এখানে মূলত আপনার পছন্দমত একটি প্রশ্ন তৈরি করে সেটির উত্তর আপনি নিজে নিজেই দিতে পারবেন। তবে মনে রাখবেন এই উত্তরগুলো অবশ্যই অন্য সময় যখন ইউজার নাম পাসওয়ার্ড এগুলো ভুলে যাবেন ওই সময় এগুলো উত্তরগুলো দিলে আপনি আবার সঠিক পাসওয়ার্ড ফিরে পাবেন। তাই লিখে রাখা উত্তম।
- এরপর আপনি কোন দেশে বসবাস করছেন সে দেশটি সিলেক্ট করতে হবে। যদি আপনি বাংলাদেশে বসবাস করেন তাহলে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন।
- এরপর আপনাকে নিজে একটি ইমেইল এড্রেস দিতে হবে। যদি আপনার কোন ইমেল এড্রেস না থাকে তাহলে দেওয়ার কোন প্রয়োজন নেই। যদি থাকে তাহলে অবশ্যই দিতে হবে।
- সর্বশেষে আপনার সামনে ক্যাপচা বক্স আসবে সেখানে ক্যাপচাটির বিভিন্ন উত্তর সঠিক দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে।
- এরপর আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নম্বরটি যেন সব সময় চালু থাকে সেটি দিতে হবে। এরপর Verify বাটনে ক্লিক করলে মোবাইল ফোনে একটি OTP কোড আসবে এই কোডটি বসানোর পর আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হবে।
- ব্যাস ভেরিফাই করা শেষ হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয় যাবে।
টিন সার্টিফিকেট চেক অনলাইন
অনলাইনে তিন সার্টিফিকেট চেক করতে যে বিষয়গুলো জানা জরুরী সেগুলো উপরেই বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনারা সকলেই উপরের সম্পূর্ণ বিষয়গুলো পড়ে তিন সার্টিফিকেট চেক অনলাইন কিভাবে করবেন তা সঠিকভাবে বুঝতে পেরেছেন। চলুন এবার জেনে নিন টিন সার্টিফিকেট আবেদন করার প্রক্রিয়াগুলো-
টিন সার্টিফিকেট আবেদন
প্রিয় গ্রাহক টিন সার্টিফিকেট আবেদন করার জন্য কি কি প্রয়োজন বা কি কি দরকার সে সকল বিষয়গুলো উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বন্ধুরা আপনাদের সুবিধার জন্য আমি উপরেই সকল বিষয়গুলো খুব সহজেই বুঝানোর চেষ্টা করেছি।
টিন সার্টিফিকেট আবেদন করার সকল প্রোগ্রামগুলো আপনি সঠিকভাবে সম্পূর্ণ আর্টিকেল পড়লে বুঝতে পারবেন। তাই তাড়াহুড়া না করে অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত করুন এবং সঠিক তথ্য জানুন।
কারণ আপনি যদি সম্পূর্ণ বিষয়গুলো না করেন তাহলে কখনোই সার্টিফিকেট আবেদন করার প্রক্রিয়া বুঝতে পারবেন না। তাই আপনার সুবিধার জন্যই এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
Tin নাম্বার দিয়ে টিন সার্টিফিকেট ডাউনলোড
Tin নাম্বার দিয়ে টিন সার্টিফিকেট ডাউনলোড, করার যে ধাপগুলো রয়েছে সেগুলো আশা করি উপরের আলোচনার মাধ্যমে সঠিকভাবে জানতে পেরেছেন। যেহেতু আপনারা নতুনরা এ বিষয়গুলো অজানা ছিল সেহেতু আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা তিন সার্টিফিকেট এর বিস্তারিত বিষয়গুলো সঠিকভাবে জানতে পেরেছেন।
তবে টিন নাম্বার দিয়ে সার্টিফিকেট download করতে চাইলে অবশ্যই সঠিক তথ্য জানা প্রয়োজন। যা আজকের এই আলোচনায় করা হয়েছে। তাই আর্টিকেলটি পড়ে অবশ্যই উপকৃত হলে অন্যদের মাঝে শেয়ার করুন।
লেখকের মন্তব্য
প্রিয় বন্ধুরা আশা করি আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা সকলে টিম সার্টিফিকেট ডাউনলোড এবং মোবাইল নাম্বার দিয়ে টিন সার্টিফিকেট ডাউনলোড সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। উপরোক্ত পোস্টটি পড়ে আপনাদের যদি কারো গুরুত্বপূর্ণ মতামত বা প্রশ্ন জানানো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানিয়ে যাবেন। যদি আপনাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকে বা উপকৃত হন তাহলে অবশ্যই অন্যদের মাঝে পোস্টটি শেয়ার করুন। প্রতিনিয়ত আপডেট তথ্য পেতে এই ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ
এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url