ভালো রাউটার চেনার উপায় এবং ১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার

আপনি কি ভাল রাউটার খুঁজছেন? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যই। কারণ এই পোষ্টের মাধ্যমে আপনারা ভালো রাউটার চেনার উপায় এবং ১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার কোনগুলো তা বিস্তারিত জানতে পারবেন। 
ভালো রাউটার চেনার উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নিন
পাশাপাশি টিপি লিংক রাউটার এর দাম কত টাকা এবং সবচেয়ে ভালো রাউটার কোনটি সেই সকল বিষয়গুলো সঠিকভাবে জেনে যাবেন। তাই আর দেরি না করে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।.

১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার

অনেকেই ১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার খুঁজে থাকেন, কিন্তু সঠিকভাবে তথ্য না দেওয়ার কারণে অনেকেই রাউটার কিনতে পারেন না। ব্যক্তিগত ভাবে ব্যবহারের জন্য যদি কোনো ভালো-রাউটার থাকে তাহলে সেটি হলো টিপি লিংক রাউটার। টিপি লিংক ডব্লিউআর৮৪১এন রাউটারটি ৩০০ এমবিপিএস ওয়ারলেস রাউটার। 

পাশাপাশি ডব্লিউপিএ২ নিরাপত্তা বিশিষ্ট। যদি আপনি ব্যক্তিগতভাবে একটি রুমে বা ছোট বাড়িতে ওয়াইফাই ব্যবহার করতে চান তাহলে আপনি নিশ্চিন্তে টিপি লিংক রাউটার নিতে পারেন। এই রাউটারের দাম মূলত ১৫০০ টাকার মতো। যাদের বাজেট ১৫০০ টাকা তারা নিশ্চিন্তে এ রাউটারটি ব্যবহার করতে পারেন।

এর বাইরেও টিপি লিংক সহ আরো অনেক মডেলের রাউটার রয়েছে যেগুলোর দাম ১৫০০ টাকার মধ্যে কিন্তু অনেকটাই ভালো। সেই রাউটারের মডেলের নাম এবং দাম নিচে দেওয়া হলঃ-
  • Tenda F3, দামঃ- ৯০০ টাকা।
  • Mercusys MW300RE, দামঃ ৯০০ টাকা।
  • Tenda HG6 N300। দামঃ- ১০০০ টাকা।
  • Totolink N300R, দামঃ ১০০০ টাকা।
  • D-Link DIR-650IN, দামঃ- ১০৫০ টাকা।
  • TP-Link TL-WR840N, দামঃ- ১১০০ টাকা।
  • D-Link DIR-615X1, দামঃ- ১১০০ টাকা।
  • Netgear N300, দামঃ- ১১৫০ টাকা।
  • TP-Link TL-WR841N, দামঃ- ১২৫০ টাকা।
  • ASUS RT-N12, দামঃ ১৩০০ টাকা।

ভালো রাউটার চেনার উপায়

প্রথম কথাঃ ভালো রাউটার চেনার উপায় হল সবার প্রথমে আপনাকে রাউটারের ব্র্যান্ড বা গিগাহার্জ এর ওপর লক্ষ্য রাখতে হবে। আমাদের বাংলাদেশে মূলত দুই ধরনের রাউটার অনেক বেশি ব্যবহার হয়। ১) ডুয়েল ব্যান্ড এবং ২) সিঙ্গেল ব্যান্ড।

আমরা অনেকেই ডুয়েল ব্র্যান্ড রাউটারের থেকে না জানার কারণে সিঙ্গেল ব্র্যান্ড রাউটার গুলো ক্রয় করার চেষ্টা করে কিন্তু আমাদের অবশ্যই এই বিষয়গুলো জেনে রাখা উচিত যে সিঙ্গেল ব্র্যান্ড রাউটার থেকে ডুয়েল ব্র্যান্ড রাউটারের ক্ষমতা অনেকটাই বেশি।

অনেকেই হয়তো সিঙ্গেল ব্র্যান্ড রাউটার ব্যবহার করেন কিন্তু লক্ষ্য করলে দেখবেন ডুয়েল ব্র্যান্ড রাউটারের দুইটি ফিফেন্সি শো করে একটি হলো ২.৪ গিগাহার্জ এবং অপরটি ৫ গিগাহার্জ।

অপরদিকে সিঙ্গেল ব্র্যান্ড রাউটারের শুধুমাত্র ২.৪ গিগাহার্জ এবং ১ ফ্রিকোয়েন্সি সরবরাহ ক্ষমতা রাখে। তাই আমরা সকলেই চেষ্টা করব আমাদের বাজেটের মধ্যে ডুয়েল ব্র্যান্ড রাউটার ক্রয় করার। এতে করে আপনি ভালো রাউটার পাবেন।

দ্বিতীয় কথাঃ ভালোরাটার চেনার দ্বিতীয় উপায় হল যে রাউটার আপনি ক্রয় করবেন সেটি কোন জেনারেশন সেটা বোঝা। সবুজ ভাবে বলতে গেলে যদি আমরা ল্যাপটপ অথবা কম্পিউটার কিনতে যাই সে ক্ষেত্রে অবশ্যই কোন জেনারেশনের তা জানতে চাই। 

সেখানে ৫/৬/৭ জেনারেশনের ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে। তবে বর্তমানে যে জেনারেশন রয়েছে সেটি আমরা কিনে থাকি। ঠিক একই রকম ওয়াইফাই এর ক্ষেত্রে। বর্তমান সময়ে কোন জেনারেশনের ওয়াইফাই চলছে সেটা দেখে রাউটার মার্কেট থেকে ক্রয় করা উত্তম। 

এতে করে আপনি অবশ্যই একটি ভাল মনের উন্নত রাউটার ক্রয় করতে পারবেন। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যত বেশি জেনারেশনের দিকে যাবেন তত বেশি টাকা লাগবে তাই যদি আপনার বাজেট বেশি হয় তাহলে অবশ্যই হাই লেভেল জেনারেশনের রাউটার কিনতে পারেন।

তৃতীয় কথাঃ ভালো রাউটার চেনার তৃতীয় উপায় হল চিপসেট। আমাদের ল্যাপটপে বা ফোনে যে প্রসেসর থাকে, ঠিক তেমনি রাউটারেরও প্রসেসর বা চিপসেট রয়েছে, তাই এটি অবশ্যই দেখে খুব সহজেই কিনতে পারবেন।

চতুর্থ কথাঃ ভালো রাখার ক্রয় করার চতুর্থ উপায় হল রেঞ্জ লক্ষ্য করা। আমরা যে রাউটার ক্রয় করছি সেটা সকল কিছুর সাথে রেঞ্জেরও সবকিছু ঠিক আছে কিনা সেটা অবশ্যই দেখা উচিত। কারণ রেঞ্জ যদি ঠিক না থাকে তাহলে কখনোই ভালো রাউটার হবে না। তাই অবশ্যই রাউটার কেনার সময় রেঞ্জটা লক্ষ্য করা উচিত।

পঞ্চম কথাঃ সর্বশেষে আমাদের ভাল রাউটার কিনার ক্ষেত্রে আরো একটি বিষয় মনে মনে ভাবি সেটি হলো এন্টেনা যত বেশি মনে হয় তত বেশি রাউটার ভালো। কিন্তু এন্টেনা দিকে লক্ষ্য না রেখে এন্টেনা গুলো কত ডিবিআই অর্থাৎ ৫ ডিবিআই/ ৬ ডিবিআই/ ৯ ডিবিআই, এর সংখ্যা যতটা বেশি হবে আপনার রাউটারের পারফরম্যান্স ঠিক ততটাই বৃদ্ধি পাবে। তাই অবশ্যই রাউটার কেনার সময় ডিবিআই চেক করা ভালো।

তবে সবশেষে আপনাদের একটি কথা মনে করে দিতে চাই সেটি হল যদি আপনার বাজেট কিছুটা বেশি হয় তাহলে আপনি কোন মাথা ব্যাথা ছাড়াই উপরে উল্লেখিত বিষয়গুলো জেনে সঠিক রাউটার কিনতে পারবেন। 

তবে যদি আপনার বাজেট ১৫০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে হয়ে থাকে তাহলে এই বাজেটের মধ্যে উপরের বর্ণিত সকল বিষয় কাজে লাগানো সম্ভব না। তাই এই সকল বিষয়গুলো মাথায় রেখে রাউটার কিনা উচিত। আশা করি ভালো রাউটার চেনার উপায় সম্পর্কে সঠিকভাবে জানতে পেরেছেন।

৫০০ টাকার রাউটার

৫০০ টাকার রাউটার রয়েছে কিন্তু সেটি পকেট রাউটার। এই টাকার মধ্যে উন্নত মানের রাউটার পাওয়া কখনোই সম্ভব নয়। তাই বর্তমানে কিছু পকেট রাউটার রয়েছে যেগুলোর দাম প্রায় ৫০০ টাকা মধ্যে।

বিশেষ করে চায়না কোম্পানির এই পকেট অর্ডারগুলো খুবই নিম্নমানের। যেহেতু তারা ৫০০ টাকার মধ্যে পকেট রাউটার ব্যবহার করার সুযোগ পাচ্ছে সেও তো আপনি খুব একটা সুবিধা পাবেন বলে মনে হয় না। ৫০০ টাকার রাউটার আপনার অল্প কিছু দিনের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে। 

তাই এই রাউটার কিনা কখনোই উচিত নয়। তবে আপনি চাইলে সেকেন্ড হ্যান্ড পকেট রাউটার ক্রয় করতে পারেন। সেকেন্ড হ্যান্ড পকেট রাউটার ক্রয় করার জন্য আপনি সরাসরি বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেমন Bdstall.com এবং Bikroy.com এই ওয়েবসাইটগুলোতে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।

৫০০ টাকার মধ্যে চায়না কোম্পানির জিওমির ওয়াইফাই পকেট রাউটার পাবেন। তবে এই রাউটারটি আপনারা সব জেলায় পাবেন না হয়তো বাংলাদেশের ঢাকা জেলায় পেতে পারেন অথবা অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারেন।

১০০০ টাকার মধ্যে রাউটার

আজকাল শহর কিংবা গ্রামে সব জায়গায় ইন্টারনেটের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। কম খরচে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুবিধা আজ ওয়াইফাই এসেছে বলে। অফিস থেকে শুরু করে সকল জায়গায় এখন ওয়াইফাই ব্যবহৃত হচ্ছে। 

তবে এই মুহূর্তে যারা ১০০০ টাকার মধ্যে রাউটার কিনার কথা ভাবছেন তাদের জন্য এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাংলাদেশের বাজারে অনেক ব্র্যান্ডের রাউটার রয়েছে যার প্রাইজ মূল্য এক হাজার টাকা থেকে শুরু করে অনেক টাকা পর্যন্ত রাউটার রয়েছে। 

যেহেতু আপনারা এক হাজার টাকার রাউটার খুঁজছেন সেহেতু আপনাদের সুবিধার্থে কয়েকটি ১০০০ টাকার আশেপাশে রাউটারের মডেলের নাম এবং দাম সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো-

১) D-Link DIR-615 WiFi Router
D Link ব্রান্ডের 300mbps এর এই রাউটারটি আপনি ১১০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। এতে দুইটি এন্টিনা রয়েছে।
২) Mercusys MW306R
ছবিঃ daraz.com
Mercusys ব্রান্ডের এই রাউটারটি বর্তমান দাম ১১৩০ টাকার আশেপাশে। এটির এন্টিনা ৩টি। এই রাউটারের সর্বোচ্চ গতিসীমা রয়েছে 300 এমবিপিএস (mbps).
 
৩) TP-Link TL-WR850N
ছবিঃ itBazar.net
এই টিপি লিংক রাউটারটি একটু ভালো কোয়ালিটির রাউটার। বর্তমানে এই রাউটারটির দাম ১৪৫০ টাকার মধ্যে। এই রাউটারের সর্বোচ্চ গতিসীমা ৩০০ এমবিপিএস। 

৪) TP-Link TL-WR820N
ছবিঃ IndiaMART
অনেকের কাছে এই মডেলের রাউটারটি অতি পরিচিত। এই রাউটারটির বর্তমান দাম হলো ১২০০ টাকা। রাউটারটির সর্বোচ্চ গতিসীমা হল ৩০০ এমবিবিএস। এই রাউটারটির অনেক ভালো রিভিউ দারাজে রয়েছে। আশা করি অল্প বাজেটের মধ্যে আপনাদের এই রাউটারটি অনেক ভালো হবে।

৫) Mercusys MW325R
ছবিঃ itBazar.com
এই মডেলের রাউটারের বর্তমান বাজার মূল্য ১৩৫০ টাকা। এই রাউটারের কভারেজ অনেকটাই ভালো। এন্টিনা রয়েছে চারটি এবং স্পিড ৩০০ এমবিপিএস।

সবচেয়ে ভালো রাউটার কোনটি

বর্তমান সময়ে দেশে-বিদেশে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করার জন্য নির্ভরযোগ্য এবং উচ্চ গতির ইন্টারনেট সংযোগ সবচেয়ে বেশি প্রয়োজনীয়। আর এই অনলাইনের নীরবেচ্য যোগাযোগ স্থাপনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডিভাইস হলো রাউটার। 

অনেক বাংলাদেশের মানুষেরা জিজ্ঞেস করে সবচেয়ে ভালো রাউটার কোনটি? বাংলাদেশে অনেক ভালো ভালো রাউটার রয়েছে যেগুলোর দাম অনেক বেশি টাকা তবে আপনাদের বাংলাদেশের সেরা 10 টি রাউটার সম্পর্কে জানাবো যেগুলো অনেকেই ব্যবহার করেন।
  • TP-Link Archer C20 AC750
  • TP-Link Archer C60 AC1350
  • D-Link DIR-615
  • Tenda F3
  • Xiaomi MI 4C R4CM
  • Netgear R6120 AC1200
  • Netis WF2409E
  • Netis W4
  • Mercusys MW325R
  • D-Link DIR-650IN
উপরে উল্লেখিত যে ১০টি রাউটার দেয়া হয়েছে এগুলো বাংলাদেশের সেরা রাউটার। তবে এই রাউটার গুলোর মধ্যে আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব যে tp-link ব্যবহার করা। কারণ টিপি লিংক রাউটার অত্যন্ত জনপ্রিয় এবং প্রায়ই সব জায়গায় টিপি লিংক রাউটার রয়েছে। 

সেক্ষেত্রে আপনারা চাইলে টিপি লিংক রাউটার ব্যবহার করতে পারেন। আশা করি ভালো রাউটার চেনার উপায় সম্পর্কে জানার পাশাপাশি সবচেয়ে ভালো রাউটার কোনটি সেটি সম্পর্কেও বিস্তারিত জানতে পেরেছেন। 

টিপি লিংক রাউটার দাম

টিপি লিংক রাউটারের দাম কত টাকা তা হয়তো অনেকেই জানেন না। বাজারে নিত্যনতুন টিপি লিংক রাউটার রয়েছে যেগুলো খুবই জনপ্রিয়। 

যদি আপনারা টিপি লিংক রাউটার পছন্দ করেন এবং দাম জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকুন। আপনাদের সুবিধার্থে বাংলাদেশের সেরা টিপি লিংক রাউটারের মূল্য তালিকা নিচে দেওয়া হল-

১) মডেলের নামঃ- TP-Link Archer C60 AC1350 Wireless Dual Band Router
দামঃ- ৩,১০০ টাকা।

২) মডেলের নামঃ- TP Link TL-WR840N 300Mbps Firewall Wi-Fi Router
দামঃ- ১,৩৫০ টাকা।

৩) মডেলের নামঃ- TP-Link Archer AX1500 Next-Gen Wi-Fi 6 Router
দামঃ- ৩,৮০০ টাকা।

৪) মডেলের নামঃ- TP-Link Archer C24 AC750 Dual Band WIFI Router
দামঃ- ২,১০০ টাকা।

৫) মডেলের নামঃ- TP-Link TL-MR150 4G LTE Router with SIM Card Slot
দামঃ- ৬,৫৪৯ টাকা।

৬) মডেলের নামঃ- TP-Link M7000 150Mbps 4G LTE Mobile Wi-Fi Router
দামঃ- ৪,১৭৯ টাকা।

৭) মডেলের নামঃ- TP-Link Archer C64 AC1200 Full Gigabit Wi-Fi Router
দামঃ- ২,৮০০ টাকা।

৮) মডেলের নামঃ- TP Link TL-WR840N 300Mbps Firewall Wi-Fi Router
দামঃ- ১,৩৫০ টাকা।

৯) মডেলের নামঃ- TP-Link Archer C6 V4.0 Gigabit Mesh Wi-Fi Router
দামঃ- ৩,০৫০ টাকা।

১০) মডেলের নামঃ- TP-Link Archer C6 AC1200 Wi-Fi MU-MIMO Gigabit Router
দামঃ- ২,৯০০ টাকা।

১১) মডেলের নামঃ- TP-Link TL-WR845N 300Mbps Wi-Fi Wireless Home Router
দামঃ- ১,৫৬৯ টাকা।

১২) মডেলের নামঃ- TP-Link Archer C6 AC1200 Mesh Wi-Fi Gigabit Router
দামঃ- ৩,১২০ টাকা।

১৩) মডেলের নামঃ- TP-Link Archer C54 AC1200 Beamforming Wi-Fi Router
দামঃ- ১,৯০০ টাকা।

১৪) মডেলের নামঃ- TP-Link TL-WR850N 300Mbps Wireless N Router
দামঃ- ১,৪৫০ টাকা।

১৫) মডেলের নামঃ- TP-Link TL-WR841N 300Mbps Wireless N Router
দামঃ- ১,৪৫০ টাকা।

১৬) মডেলের নামঃ- TP-Link Archer C20 AC750 Dual Band WiFi Router
দামঃ- ২,০৫০ টাকা।

১৭) মডেলের নামঃ- TP-Link Archer C80 AC1900 Dual Band MU-MIMO WiFi Router
দামঃ- ৩,৯৫০ টাকা।

১৮) মডেলের নামঃ- TP-Link TL-MR100 300Mbps Wi-Fi 4G LTE Router
দামঃ- ৪,৪৯৯ টাকা।

১৯) মডেলের নামঃ- TP-Link EC220-G5 V3 AC1200 1200Mbps Gigabit Router
দামঃ- ২,৬৯৯ টাকা।

২০) মডেলের নামঃ- Tp-Link Archer AX12 AX1500 Next-Gen WiFi-6 Router
দামঃ- ৪,৪৯০ টাকা।

বিঃদ্র- এই ওয়েবসাইটে কোন পণ্য বিক্রয় করা হয় না। এই ওয়েবসাইটে শুধুমাত্র আপনাদের সঠিক তথ্য জানিয়ে দেওয়া হয়। উপরে উল্লেখিত যে সকল টিপি লিংক এর রাউটার দেখতে পাচ্ছেন সেগুলো আপনারা সকলেই bdstall.com ওয়েবসাইটে অথবা দারাজে পেয়ে যাবেন।

পকেট রাউটার price in Bangladesh

আপনারা যারা পকেট রাউটার ব্যবহার করতে চান তাদের ক্ষেত্রে আজকে আমি কিছু পকেট রাউটার এর মূল্য তালিকা নিচে দিব যেগুলো অত্যন্ত জনপ্রিয় এবং ব্যবহৃত। আশা করি আপনাদের সকলের এই রাউটার গুলো অত্যন্ত পছন্দ হবে। আসুন নিচে তালিকা আকারে পকেট রাউটার মডেল এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলোঃ-

১) পকেট রাউটার মডেলঃ Huawei Pocket Router Battery 1500mAh
দামঃ- ৭৯৯ টাকা।

২) পকেট রাউটার মডেলঃ JioFi MF800 4G Wi-Fi Pocket Router
দামঃ- ২,১৯৯ টাকা।

৩) পকেট রাউটার মডেলঃ LTE E5782 Mobile 5G WiFi Pocket Router
দামঃ- ২,৩৫০ টাকা।

৪) পকেট রাউটার মডেলঃ Setout E90 Plus 4G Wi-Fi Pocket Router
দামঃ- ২,৪৯৯ টাকা।

৫) পকেট রাউটার মডেলঃ TABWD E5783-Plus LTE Wireless Data Terminal
দামঃ- ২,৭৯৯ টাকা।

৬) পকেট রাউটার মডেলঃOlax MF980VS 4G LTE-Advanced Mobile Wi-Fi Hotspot
দামঃ- ২,৯৯৯ টাকা।

৭) পকেট রাউটার মডেলঃ Olax MT10 LTE Pocket Wi-Fi Router
দামঃ- ৩,১৯৯ টাকা।

৮) পকেট রাউটার মডেলঃ OLAX MF982 4G 300Mbps Pocket Wi-Fi Router
দামঃ- ৩,৩৪৯ টাকা।

৯) পকেট রাউটার মডেলঃ PW100 Power Bank 4G Pocket Wi-Fi
দামঃ- ৪,৭৯৯ টাকা।

১০) পকেট রাউটার মডেলঃ TP-Link M7200 150 Mbps 4G LTE Pocket Router
দামঃ- ৬,২০০ টাকা।

বিঃদ্র- উপরে উল্লেখিত পকেট রাউটার গুলো এই ওয়েবসাইটে বিক্রয় হয় না। এই ওয়েবসাইটে শুধুমাত্র আপনাদের সঠিক তথ্য জানিয়ে দেওয়া হয়। এই সকল পণ্য নিতে চাইলে দারাজ অথবা bdstall ওয়েবসাইটে যোগাযোগ করুন।

লেখকের মন্তব্যঃ ভালো রাউটার চেনার উপায়

প্রিয় পাঠক আশা করি আপনারা সকলেই এই আর্টিকেলের মাধ্যমে ভালো রাউটার চেনার উপায় সম্পর্কে এবং ১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি আপনারা উল্লেখিত আর্টিকেলটি পড়ে উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই পরিবার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করবেন। পাশাপাশি এই রকম নিত্য নতুন আর্টিকেল পেতে ইমাম ডিজিটাল বিডি ওয়েবসাইট নিয়মিত ভিজিট করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪