ওয়ালটন এসি প্রাইস ইন বাংলাদেশ | Walton AC price in Bangladesh
ওয়ালটন এসি প্রাইস ইন বাংলাদেশ, সম্পর্কে যারা জানতে এসেছেন তারা আজকের এই
আর্টিকেলের সাথেই থাকুন। কারণ আপনাদের সুবিধার্থে ওয়ালটন এসির যাবতীয় তথ্য এই
পোষ্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আশা করি মনোযোগ সহকারে পড়লে সকল বিষয়গুলো
সঠিকভাবে জানতে পারবেন।
এছাড়াও ওয়ালটন এসির সুবিধা-অসুবিধা, বৈশিষ্ট্য দাম কত সবকিছু আলোচনা করা
হয়েছে। আশা করি সম্পূর্ণ আর্টিকেল শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে বিস্তারিত তথ্য
জানতে পারবেন।.
ওয়ালটন এসি প্রাইস ইন বাংলাদেশ (Walton AC price in Bangladesh)
ওয়ালটন এসি প্রাইস ইন বাংলাদেশ, বাংলাদেশী ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান
ওয়ালটন গ্রুপ দ্বারা উৎপাদিত পণ্য হচ্ছে ওয়ালটন এসি (Walton AC). বাংলাদেশের
সকল গ্রাহকদের চাহিদা পূরণ করার জন্য ওয়ালটন কোম্পানি তাদের সর্বোচ্চ ভালো
কোয়ালিটির এসির সরবরাহ করে থাকে বিভিন্ন দেশ বিদেশে।
যেহেতু বাংলাদেশী পণ্য সেতু সাশ্রয় দামে অনেকটাই কম বলে নির্ভরযোগ্য মানুষেরা
বাংলাদেশ থেকে ওয়ালটন এসি কিনে থাকেন। কিন্তু এখন কথা হচ্ছে নতুন যারা এসি
কিনবেন তাদের তো সঠিক দাম জানা প্রয়োজন।
সে ক্ষেত্রে ওয়ালটন এসি প্রাইস ইন বাংলাদেশ (Walton AC price in Bangladesh) বা
বাংলাদেশের ওয়ালটন এসির দাম কত তার সঠিকভাবে জানিয়ে দেওয়ার জন্যই আজকের এই
আর্টিকেল। তাই আসুন ওয়ালটন এসি কত টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত রয়েছে
তার সমস্ত ডিটেলস আজকের পোষ্ট থেকে জেনে নিন।
বাংলাদেশের ওয়ালটন এসির দাম সর্বনিম্ন ৩০ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ১
থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত রয়েছে। তবে এটি সম্পূর্ণ নির্ভর করে এসির টন
ক্যাপাসিটি ইনভার্টার টেকনোলজি ইত্যাদির ওপর।
তবে ওয়ালটন ব্র্যান্ডের ডিহিউমিডিফিকেশন সিস্টেম (Dehumidification system),
টার্বো কুলিং টেকনোলোজি (turbo cooling technology), এয়ার পিউরিফিকেশন (air
purification) ইত্যাদি যুক্ত ওয়ালটন এসির দাম ৫০ হাজার টাকা থেকে শুরু হয়ে আরো
অনেক টাকা পর্যন্ত রয়েছে।
ওয়ালটন ফ্রিজের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমনঃ-
- ওয়ালটন এসির দাম অন্যান্য ব্র্যান্ডের এসির তুলনায় অনেকটা কম। শুধু তাই নয় সীমিত বাজেটের মধ্যে উন্নত প্রযুক্তি ও সৌন্দর্য ফুটে তোলার সবচেয়ে সেরা এসি হলো ওয়ালটন।
- এছাড়াও ওয়ালটন এসি হলো পরিবেশ বান্ধব রেফ্রিজারেন্ট।
- শুধু তাই নয় ওয়ালটন এসি অনেকটাই শক্তিশালী এবং দক্ষ ভাবে ডিজাইন করা হয়েছে বলে এই ওয়ালটন এসির বিদ্যুৎ খরচও অনেকটা কম হয়। এতে করে ব্যবহারের খরচ বাঁচাতে বেশ সাহায্য করে।
- ওয়ালটন এসিতে অটো-রিস্টার্ট, স্লিপ মোড, টার্বো কুলিং সহ নানা ধরনের উন্নতি প্রযুক্তি রয়েছে বলে এটি সবাই ব্যবহার করে থাকেন।
- ওয়ালটন এসিতে টার্বোকলিং ফিচার রয়েছে বলে গরমের সময় দ্রুত ঘরকে শীতল পরিবেশ প্রদান করে।
- এছাড়াও ওয়ালটন এসির কিছু মডেল রয়েছে যেগুলোতে ওয়াইফাই কানেক্ট যুক্ত রয়েছে। যা আপনি একটি স্মার্টফোন অ্যাপস ব্যবহার করেই দ্রুত অন্য জায়গা থেকে এসি নিয়ন্ত্রণ করতে পারবেন।
ওয়ালটন এসি ১.৫ টন প্রাইস ইন বাংলাদেশ
এবার আসুন ওয়ালটন এসি প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে জানার পাশাপাশি ওয়ালটন এসি
১.৫ টন প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কেও জেনে নিন। বর্তমান সময়ে বাংলাদেশের নতুন ও
পুরাতন উভয় কন্ডিশনের ১.৫ টন এসি পাওয়া যায়।
তবে এই ১.৫ টন এসির দাম সম্পূর্ণ নির্ভর করে কোয়ালিটি টেকনোলজি ব্র্যান্ড এবং
আরো বিভিন্ন বিষয়ের ভিত্তিতে। তবে বর্তমানে বাংলাদেশে ১.৫ টন এসির দাম ২৫ হাজার
টাকা থেকে শুরু হয় এটি মূলত পুরাতন কন্ডিশনের এসি হয়ে থাকে এবং স্প্লিট টাইপ
এসি হয়।
যার জন্য আপনি এত কম টাকায় পেয়ে যাবেন। আর অন্যদিকে নতুন যে কন্ডিশনের ওয়ালটন
১.৫ টন এসিগুলো রয়েছে সেগুলোর দাম মূলত ৩৭ হাজার টাকা থেকে শুরু করে আরো অনেক
টাকা পর্যন্ত হয়ে থাকে।
এগুলো তো আপনি টার্বো কুলিং মোড, অটো ক্লিন, এডজাস্টেবল এয়ার ফ্লো ফিল্টার এবং
ডিজিটাল কন্ট্রোল সিস্টেম সহ বিভিন্ন ধরনের নতুন নতুন ডিজিটাল বৈশিষ্ট্য থাকে যার
জন্য এটি সবাই কেনার জন্য আগ্রহ করেন।
ওয়ালটন এসি ১.৫ টন এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমনঃ-
- অনেক বড় এসির তুলনায় ১.৫ টন এসি অনেকটাই শক্তিশালী ও দক্ষ হয় এতে করে অনেক কম বিদ্যুৎ খরচ হয় ফলে প্রত্যেকটা বাড়ির সাশ্রয়ী হয়ে থাকে।
- এছাড়াও ১৩০ থেকে ২০০ ফুট এরিয়ার রুম মুহূর্তের মধ্যে শীতল রাখতে সাহায্য করে ১.৫ এসি টন। পাশাপাশি তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে।
- বাণিজ্যিক এবং আবাসিক উভয় জায়গাতেই খুব সহজেই ১.৫ টন ওয়ালটন এসি ব্যবহারযোগ্য।
ওয়ালটন এসি ২ টন প্রাইস ইন বাংলাদেশ
বর্তমানের বাংলাদেশের আবহাওয়া প্রেক্ষাপটে তাপমাত্রা বজায় রাখতে বাসা বাড়ি
অথবা অফিস এগুলোতে এয়ার কন্ডিশনার অপরিহার্য। বিশেষ করে ২ টন এসি বাসাবাড়ি অফিস
এগুলোতে উপযুক্ত।
বর্তমানে বাংলাদেশে ২ টন এসির দাম এসির কোয়ালিটি টেকনোলজি এবং আরো যে প্রযুক্তি
গুলো রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ ১০ হাজার
টাকা পর্যন্ত রয়েছে।
যদি আপনি বাংলাদেশে ব্যবহৃত ২ টন এসি কিনতে চান তাহলে সেগুলো ৩০ থেকে ৪০ হাজার
টাকা মধ্যে পেয়ে যাবেন। আর অন্যদিকে ২ টন উইন্ডো এসি গুলো ১ লক্ষ টাকা থেকে ১
লক্ষ ১০ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন।
তবে যদি আপনি উন্নত মানের দুই টন এসিগুলো আপনার বাসা বাড়ি অথবা অফিস রুমে
ব্যবহার করতে চান সেক্ষেত্রে ৭০ থেকে ৮০ হাজার টাকার মধ্যে কেনাটাই যথেষ্ট।
ওয়ালটন এসি ১.৫ টন এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমনঃ-
- ২ টন এসি বর্তমানে বাংলাদেশে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ এটির যে সিস্টেম রয়েছে সেগুলো অনেকটাই উন্নত। যার কারণে সকলেই ওয়ালটন 2 টন এসি কিনছেন।
- ১৮০ থেকে ২৭০ বর্গফুট জায়গা ঠান্ডা রাখতে সাহায্য করে ২ টন এসি। দ্রুত জায়গা ঠান্ডা করতে বেশ সাহায্য করে।
- প্রয়োজন অনুযায়ী, ওয়ালটন এসির বৈশিষ্ট্যর ওপর ভিত্তি করে কম থেকে বেশি সব ধরনের বাজেটের মধ্যে ওয়ালটন ২ টন এসি পাওয়া যায়।
আপনাদের সুবিধার্থে ২ টন এসির কিছু মডেল এবং দাম নিচে উল্লেখ করা হলোঃ-
- Midea MSA-18CRN-EUP 1.5-Ton Split AC, দামঃ- ৪৫,৪০১ টাকা।
- Haier HSU-24CKA 2-Ton 24000 BTU Split Type AC, দামঃ- ৪৭,০০০ টাকা।
- Haier HSU-24 TurboCool 2-Ton Non-Inverter AC, দামঃ- ৫৫,৪৭০ টাকা।
- Midea MSI-24CRN 2-Ton Split Type Inverter AC, দামঃ- ৫৮,৫০০ টাকা।
- Gree GS-24XMU32 2 Ton Muse Split Type AC, দামঃ- ৬৬,০০০ টাকা।
- General AXGT24FHTA 2-Ton Window Air Conditioner, দামঃ- ৭৩,৯৯৯ টাকা।
- Gree GS-24XPUV32-Pular Split Inverter Air Conditioner, দামঃ- ৭৪,৯৯০ টাকা।
- Gree GS-24XFV32 2-Ton Inverter AC, দামঃ- ৭৫,০০০ টাকা।
- Samsung AR24CVFYAWKUFE 2-Ton Step-Up Wi-Fi AC, দামঃ- ১০২,০০০ টাকা।
- O General ASGA24FMTA 24000 BTU 2 Ton Split Energy Saving AC, দামঃ- ১২৫,০০০ টাকা।
মিনি এসির দাম কত - Walton AC price in Bangladesh
সারাদিন রোদের গরমে বাইরে বের হওয়া খুবই মুশকিল হয়ে পড়েছে। সকাল হলেই মনে হয়
একটু বৃষ্টি হলে অনেক স্বস্তি বদ হবে। তবে এমন অবস্থায় যদি আপনার কাছে মিনি এসি
থাকে তাহলে আপনি নিশ্চিন্তে স্বস্তিবোধ করে ঘুমাতে পারবেন।
তবে অনেক মানুষ রয়েছে যারা এসি কিনতে পারেন না। এসি কিনার কথা আসলেই সবার প্রথমে
খরচের কথা ভাবে। শুধু তাই নয় ইলেকট্রিক বিলের দিকে তাকালেও মাথা ঘুরে
যায়।
তবে এমন অবস্থায় যদি আপনার কাছে নিয়েছি থাকে তাহলে আপনি কতই না সত্যি বোধ করে
ঘুমাতে পারতেন। তাই আসুন মিনি এসির দাম কত তা সঠিকভাবে জেনে নিন।
Affordable Mini AC যার দাম বাংলাদেশী টাকায় ১২২৫ টাকা। এই সামান্য কিছু টাকা
দিয়ে আপনি খুব সহজেই এই নিয়েছি কিনতে পারবেন। এটি আপনার ঘরের গরম হাওয়াকে বের
করে ঠান্ডা ঘরকে অনেক শীতল রাখতে সাহায্য করবে।
পাশাপাশি অনেক কম বিদ্যুৎ বিল আসবে। এখন অনেকের হয়তো মনে প্রশ্ন আসতে পারে এই
মিনি এসি কোথায় পাওয়া যাবে? জনপ্রিয় ই-কমার্স সাইট Amazon-এ আপনি এই Mini
Arctic Ultra Air Cooler কিনতে পারেন।
এই অ্যামাজনে আপনি শুধু মিনি এসি নয় পাশাপাশি সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন।
এই মিনি এসি চালাতে মাত্র ৮ ওয়াট শক্তি লাগে। এর ওজনও তেমন বেশি নয় মাত্র ৯০০
গ্রাম। এই মিনি এসিতে একটি ফ্যান লাগানো রয়েছে।
আর এই ফ্যানের স্পিড যত বেশি বৃদ্ধি করবেন তত বেশি তাপমাত্রা ঠান্ডা করবে আবার
এটি যত বেশি কমাবেন ততবেশি গরম ভাব আসবে। মিনি শীতে তিনটি মোড দেওয়া থাকে আপনার
ইচ্ছামত যেকোনো একটি বেছে নিতে পারেন।
ওজনে কম এবং অনেক ছোট আকৃতি বিধায় এটি যে কোন জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। মিনি
এসির কোম্পানির দাবি, ১ বার মিনি এসির ট্যাঙ্ক ভর্তি হয়ে গেলে, এটি 8 ঘন্টা
ঠান্ডা হাওয়া দিতে পারে। ওয়ালটন এসি প্রাইস ইন বাংলাদেশ (Walton AC price in
Bangladesh) সম্পর্কে জানার পাশাপাশি মিনি এসির দাম কত সে সম্পর্কেও সঠিক তথ্য
পেয়ে গেছেন।
ওয়ালটন এসির রিমোট ব্যবহারের নিয়ম/এসি রিমোট চালানোর নিয়ম
আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা ওয়ালটন এসি কেনার পর কিভাবে সঠিকভাবে পল্টন
এসির রিমোট ব্যবহার করবেন তার সঠিক নিয়ম জানেন না। আর এটি না জানার কারণে অনেকেই
এসি সঠিকভাবে ব্যবহার করতে পারেন না।
আর বুঝতেই পারছেন যদি আপনি সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে এসি বাস্ট হয়ে
যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই ধরনের সমস্যা এড়াতে অবশ্যই ওয়ালটন এসির রিমোট
ব্যবহারের নিয়ম সম্পর্কে জানতে হবে। তাই আসুন ওয়ালটন এসির রিমোট ব্যবহারের সঠিক
নিয়ম জেনে নিন।
কিছু গুরুত্বপূর্ণ কথাঃ যদি আপনার এসির রিমোটের ব্যাটারি দুর্বল হয়ে যায় তাহলে
রেসপন্স অনেক ধীরে হতে পারে, তাই যখন আপনার ব্যাটারি ঠিকমতো কাজ করছে না তখন
অবশ্যই ব্যাটারি একবার চেক করবেন। দীর্ঘ সময় এসির রিমোট ব্যবহার না করলে অবশ্যই
ব্যাটারি খুলে রাখবেন।
লেখকের মন্তব্য -- ওয়ালটন এসি প্রাইস ইন বাংলাদেশ
আজকের আর্টিকেলের প্রধান আলোচনার বিষয় ছিল ওয়ালটন এসি প্রাইস ইন বাংলাদেশ
সম্পর্কে। আশা করছি আপনারা সকলেই এই প্রধান বিষয়টুকু মনোযোগ সহকারে পড়ছেন।
এছাড়াও এর বাইরেও আরো অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। যদি আপনাদের
তথ্যগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে সুযোগ করে দিবেন।
আরো এমন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url