বাড়ির আশেপাশে থাকা wifi password বের করার সহজ উপায়
আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন। বর্তমানে অনেকেই Wi-Fi ব্যবহার
করেন। কিন্তু অনেকের জানা নেই বাড়ির আশেপাশে থাকা wifi password বের করা যাই
কিভাবে? তাই আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দিবো কিভাবে আপনারা Wi-Fi
পাসওয়ার্ড বের করবেন।
বিশেষ করে যারা নতুন Wi-Fi নিয়ে থাকেন এবং ব্যবহার করেন মূলত তাদের এই এ
বিষয়গুলো সম্পর্কে তেমনভাবে ধারণা রাখেন না। তাই আজকের এই প্রশ্নের মাধ্যমে
ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে বের করবো, তার সকল প্রসেসগুলো জানিয়ে
দেবো। আসুন বিস্তারিত তথ্য জেনে নিন।.
বাড়ির আশেপাশে থাকা wifi password
অনেকেই রয়েছে যারা বাড়ির আশেপাশে থাকা wifi password চুরি করে নিজে নিজে চালাতে
চাই। কিন্তু এটি মোটেও ঠিক কাজ নয়। আর যদি আপনি ওয়াইফাই নিতে চান সে ক্ষেত্রে
মালিকের অনুমতি ছাড়া কখনোই পাসওয়ার্ড বের করতে পারবেন না।
আর যদি পাসওয়ার্ড বের করতে না পারেন তাহলে কখনোই চালাতে পারবেন না। যদি আপনার
বাড়ির আশেপাশে কোথাও ওয়াইফাই থাকে তাহলে অবশ্যই মালিকের সাথে কথা বলে ওয়াইফাই
কানেক্ট করে নিতে পারেন। যদি ওয়াইফাই এর মালিক ভালো হয় অথবা আপনার আত্মীয় হয়
তাহলে আপনি ফ্রিতেই ওয়াইফাই চালাতে পারবেন।
আরও পড়ুনঃ ভালো রাউটার চেনার উপায়
যদি আপনার ফোনে একবার wi-fi কানেক্ট হয় তাহলে আপনি নিজেই সেই wi-fi এর
পাসওয়ার্ড খুব সহজেই বের করতে পারবেন। চলুন কিভাবে সেই পাসওয়ার্ড বের করা যায়
তা বিস্তারিত নিচে আলোচনা করা হয়েছে সেখান থেকে জেনে নিন।
- আপনি যে ওয়াইফাই কানেক্ট করবেন সেই ওয়াইফাই এর সেটিং অপশনে প্রবেশ করতে হবে। যদি সেটিং অপশন না থাকে তাহলে একটু ওয়াইফাই এর উপর কিছুক্ষণ চেপে ধরে রাখলে সেটিং অপশন পেয়ে যাবেন।
- এরপর আপনার ওয়াইফাই এর স্ক্যান কোড খুঁজে বের করতে হবে। এটি বের করার উপায় হল ওয়াইফাই এর নামের উপর টাচ করুন এবং স্ক্যান কোড বের করুন।
- এরপর আপনি যে ওয়াইফাই কানেক্ট করে রেখেছেন সেটির পাসওয়ার্ড স্ক্যান কোড থেকে বের করার জন্য সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে QR CODE SCANNER অ্যাপটি ডাউনলোড করবেন।
- এরপর QR CODE SCANNER অ্যাপের মধ্যে প্রবেশ করে স্ক্রিনশট নেওয়া পিকচারটি সেখানে আপলোড করতে হবে।
- আপনার কাজ শেষ, এরপর আপনার সামনে স্ক্রিনশটটি আপলোড দেওয়ার সাথে সাথেই অ্যাপের ওপরের দিকে একটু লক্ষ্য করলে wifi name এবং password দেখতে পাবেন। আপনি চাইলে সেখান থেকে সেই পাসওয়ার্ডটি লিখে সংগ্রহ করে রেখে দিতে পারেন।
ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে বের করবো
যদি আপনারা ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে যান তাহলে চিন্তার কোন কারণ নেই। আপনাদের
সুবিধার জন্যই আজকে আমি ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে বের করা যায় তার
সঠিক উপায় নিয়ে আলোচনা করব। তাই আশা করি যাদের ওয়াইফাই এর এই ধরনের সমস্যা
হয়েছে তারা অবশ্যই আর্টিকেলের অংশটুকু মনোযোগ সহকারে পড়বেন।
আপনি যদি ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে কয়েকটি উপায় এর
মাধ্যমে সেটি আবার পুনরায় উদ্ধার করতে পারবেন। সেজন্য আপনি সবার প্রথমে রাউটারের
পিছনে একটি লেবেল থাকবে যেখানে আপনার ওয়াইফাই নেটওয়ার্কের নাম এবং পাসওয়ার্ড
থাকবে সেখান থেকে চেষ্টা করতে পারেন।
আবার আপনি চাইলে রাউটারের সেটিং লগইন করে ওয়াইফাই এর নেটওয়ার্কের নাম এবং
পাসওয়ার্ড দেখতে পারবেন। আপনার রাউটারের IP Address খুঁজে পেতে, আপনার ব্রাউজার
এর এড্রেস বারে গিয়ে 192.168.0.1 অথবা 192.168.1.1 লিখে সার্চ করলেই আশা করি IP
Address পেয়ে যাবেন। সেখানে আপনার ওয়াইফাই সেটিং অথবা নেটওয়ার্ক সেটিং এবং
নেটওয়ার্কের নাম ও পাসওয়ার্ড পেয়ে যাবেন।
যদি আপনি ওয়াইফাই রাউটারের জন্য অ্যাপ ব্যবহার করেন তাহলে আপনি সেই অ্যাপটি
ব্যবহার করার মাধ্যমে ওয়াইফাই নেটওয়ার্কের নাম এবং পাসওয়ার্ড খুব সহজেই দেখতে
পারবেন।
বিঃদ্রঃ যদি আপনি আপনার রাউটারের পেছনে
অ্যাপ অথবা সেটিংস ব্যবহার করে ওয়াইফাই পাসওয়ার্ড খুজে না পান সেক্ষেত্রে
রাউটারের কর্মকর্তার সাথে সরাসরি যোগাযোগ করে সেটি ঠিক করে নিতে পারেন। আশা করি
বাড়ির আশেপাশে থাকা wifi password বের করার সহজ উপায় সম্পর্কে বিস্তারিত জানার
পাশাপাশি ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে বের করবো এই বিষয়টিও সঠিকভাবে
জানতে পেরেছেন।
ওয়াইফাই পাসওয়ার্ড বের করার অ্যাপস
ওয়াইফাই পাসওয়ার্ড বের করার অ্যাপস, সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে
আজকের এই আলোচনার মধ্যে থেকে সঠিক তথ্য জেনে নিতে পারেন। আজকে আমরা আপনাদের সাথে
ওয়াইফাই পাসওয়ার্ড বের করার সঠিক অ্যাপ সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনারা এর
প্রতিবেদনটি সম্পূর্ণ পড়লে বিস্তারিত জানতে পারবেন।
আপনাদের বাড়ির পাশের যে কোনো Wifi Password বের করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন
হবে। আর সেই অ্যাপটির নাম হল- ‘Wifi Password Viewer & Finder’ এই অ্যাপটি
ইন্সটল করে আপনার আশেপাশে থাকা ওয়াইফাই এর নাম শো করাতে পারবেন। তবে অবশ্যই
লক্ষ্য করবেন যে ওয়াইফাই এর সিগন্যাল অনেক ভালো দিচ্ছে সেটির উপর ক্লিক করলেই
ওয়াইফাই পাসওয়ার্ড ও দেখা দিবে।
অ্যাপটি ইন্সটল করার জন্য
Wifi Password Viewer & Finder
এই লিংকে ক্লিক করুন।
ওয়াইফাই কানেক্ট করার সফটওয়্যার
‘Free WiFi Password and Hotspot by
Instabridge’ ব্যবহার করে আপনি খুব সহজেই ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। এছাড়াও
এইরকম আরও একটি ওয়াইফাই কানেক্ট করার সফটওয়্যার রয়েছে সেটি হল ‘WiFi
map’
এই সফটওয়্যার টি ব্যবহার করেও আপনি প্রতিদিন ফ্রি ওয়াইফাই এবং হটস্পট এর তালিকা
দেখাতে সাহায্য করবে পাশাপাশি আপনার প্রবেশ করা পাসওয়ার্ড সরবরাহ করতে সহায়তা
করবে।
ওয়াইফাই কানেক্ট করার আরো একটি সফটওয়্যার হল ‘Master key’ এটিও বিশ্বব্যাপী
খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটিও ব্যবহার করে আপনি ওয়াইফাই
কানেক্ট করতে পারবেন। পাশাপাশি ‘WiFi Analyzer’ ব্যবহার করেও ওয়াইফাই কানেক্ট
করতে পারবেন।
এছাড়াও আরো অনেক সফটওয়্যার রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই
ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। যেমনঃ-
- Open Signal
- WiFi U
- WiFi Warden
- WiFi pass key
- portable WiFi hotspot
- WiFi Automatic
উপরে উল্লেখিত যে সকল সফটওয়্যার সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেগুলো মূলত
ওয়াইফাই কানেক্ট করার সফটওয়্যার। আশা করি উপরে উল্লেখিত সকল বিষয়গুলো সঠিকভাবে
জানতে পেরেছেন।
ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম
ওয়াইফাই পাসওয়ার্ড বের করার দুইটি নিয়ম রয়েছে, ১) কম্পিউটার থেকে WiFi
পাসওয়ার্ড বের করার নিয়ম, ২) মোবাইল থেকে WiFi পাসওয়ার্ড বের করার নিয়ম।
কম্পিউটার থেকে WiFi পাসওয়ার্ড বের করার নিয়ম
কম্পিউটার থেকে ওয়াইফাই পাসওয়ার্ড বের করা খুবই সহজ এবং এর জন্য আলাদা কোন
সফটওয়্যারের প্রয়োজন হয় না। শুধুমাত্র CMD Commands ব্যবহার করেই কম্পিউটার
থেকে ওয়াইফাই পাসওয়ার্ড বের করা সম্ভব। তাই আসুন আপনার কম্পিউটারের সাথে
ওয়াইফাই কানেক্ট করা সেই পাসওয়ার্ড খুঁজে বের করার জন্য নিজের ধাপগুলো অনুসরণ
করুনঃ-
ধাপ ১ঃ সবার প্রথমে আপনার কম্পিউটারে Command Prompt খুলতে হবে। এটি খোলার জন্য
আপনি কি বোর্ডের শর্টকাট Windows + R টাইপ করতে পারেন।
ধাপ ২ঃ এরপর সার্চ বারে CMD টাইপ করে Enter ক্লিক করুন।
ধাপ ৩ঃ এরপর আপনার সামনে Command Prompt খুলে যাবে, তখন আপনি সেখানে netsh wlan
show profile লিখুন। এরপর আপনার কম্পিউটারের সামনে যতগুলো সংযোগ ওয়াইফাই রয়েছে
সেগুলোর লিস্ট চলে আসবে। তারপর যা করতে হবে তা হলো-
ধাপ ৪ঃ Command Prompt এ NETSH WLAN SHOW PROFILE ABC KEY=CLEAR লিখতে হবে।
যেখানে ABC লেখা রয়েছে সেখানে আপনার ওয়াইফাই লিখতে হবে যেটির পাসওয়ার্ড আপনি
বের করতে চান।
ধাপ ৫ঃ তারপর আপনার সামনে একটি কমান্ড চলে আসবে সেখানে কম্পিউটারের স্ক্রিনে অনেক
তথ্য উপস্থিত থাকবে সেখানে আপনার Key Connect এর সামনে WiFi পাসওয়ার্ড দেখতে
পাবেন। ঠিক এই ভাবেই আপনার কম্পিউটার ব্যবহার করে ওয়াইফাই পাসওয়ার্ড খুব সহজেই
সঠিক নিয়মে বের করতে পারবেন।
মোবাইল থেকে WiFi পাসওয়ার্ড বের করার নিয়ম
এরপর চলে আসুন মোবাইল থেকে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার সঠিক নিয়ম জানতে। এই
জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ-
ধাপ ১ঃ সর্বপ্রথম আপনার ফোন সেটিংসে যেতে হবে। এরপর সেখানে ওয়াইফাই কানেকশন
নির্বাচন করতে হবে।
ধাপ ২ঃ সেখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন যার মধ্যে আপনার যে ওয়াইফাই
রয়েছে সেটির উপর ক্লিক করতে হবে।
ধাপ ৩ঃ ক্লিক করার সাথে সাথেই আপনার ফোনে থাকা সমস্ত wi-fi নেটওয়ার্কগুলো সামনে
চলে আসবে এরপর আপনি সেখান থেকে কোন ওয়াইফাই এর পাসওয়ার্ড জানতে চান সেই সেটিংস
এর ওপর ক্লিক করতে হবে।
ধাপ ৪ঃ এরপর google লেন্সের সাহায্যে নিয়ে স্ক্যান করলে আপনি নিচের দিকে একটু
লক্ষ্য করলে wifi password দেখতে পাবেন। ঠিক এভাবেই আপনি আপনার মোবাইল ব্যবহার
করে ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন।
ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তনের নিয়ম
ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তনের নিয়ম হল, বর্তমানে এখন প্রায় সকল রাউটারের
সঙ্গেই একটি মোবাইল অ্যাপ রয়েছে যেই অ্যাপটির মাধ্যমে খুব সহজেই ওয়াইফাই
পাসওয়ার্ড পরিবর্তন করা যায়। তবে আপনারা চাইলে ফোন অথবা কম্পিউটার থেকে রাউটার
সেটিংস ওপেন করেও ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
সকল রাউটারের আলাদা আলাদা অ্যাপ থাকলেও প্রায় নিয়ম-কানুন সব রাউটারের একই।
রাউটারের IP Address রয়েছে সেটির মাধ্যমে সেটিংস ওপেন করতে হবে। এরপর পরিবর্তন
করা যাবে wifi password.
সে ক্ষেত্রে সবার প্রথমে রাউটারের আইপি এড্রেস বাক্সের ওপর থেকে অথবা পেছন থেকে
দেখে নিন। উদাহরণস্বরূপঃ- (182. 168.0.0) এরপর মোবাইল অথবা কম্পিউটার ওয়াইফাই এর
সাথে কানেক্ট করে সরাসরি ব্রাউজার ওপেন করে URL এর জায়গায় IP Address টাইপ
করুন।
তবে আরেকটি বিষয় সেটি হল রাউটারের বাক্সে Default username ও password লেখা
থাকবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় Default username ও password হয় অ্যাডমিন।
এরপর যদি আপনার রাউটার সেটিংস একবার ব্রাউজারে ওপেন হয় তাহলে WAN অথবা Wireless
Network সেটিংস ওপেন করতে হবে। এরপর আপনি wifi password পরিবর্তন করার অপশন দেখতে
পাবেন। তখন আপনি সেখানে নতুন পাসওয়ার্ড টাইপ করে কনফার্ম করবেন। এরপর সেভ করা
হয়ে গেলে রাউটার Restat হবে। এর পরেই আপনার wifi password পরিবর্তন হয়ে যাবে।
আশা করি বাড়ির আশেপাশে থাকা wifi password বের করার সহজ উপায় এবং ওয়াইফাই
পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে বের করবো এই বিষয়গুলো জানার পাশাপাশি কীভাবে
ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করবেন তাঁর সকল নিয়ম সঠিকভাবে জানতে পেরেছেন।
লেখকের মন্তব্যঃ বাড়ির আশেপাশে থাকা wifi password
প্রিয় বন্ধুরা, আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের সাথে বাড়ির আশেপাশে
থাকা wifi password বের করার সহজ উপায় সহ আরো অন্যান্য যে বিষয়গুলো রয়েছে
সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে
আপনারা উপকৃত হয়েছেন। যদি আপনাদের এই আর্টিকেলটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই
বন্ধু-বান্ধবের সাথে আর্টিকেলটি শেয়ার করবেন। পাশাপাশি যদি কোন প্রশ্ন বা মতামত
জানানো থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আরো এমন তথ্য পেতে নিয়মিত
এই ওয়েবসাইট ভিজিট করবেন। (ধন্যবাদ)
এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url