ভিটমেট অ্যাপস ডাউনলোড করুন মাত্র ৫ সেকেন্ডে

“ভিটমেট অ্যাপস ডাউনলোড” করতে চাচ্ছেন? তাহলে আর দেরি কিসের, Vidmate apps download করতে চাইলে অবশ্যই আজকের এই আর্টিকেল মনোযোগ সহকারে পড়ুন।
ভিটমেট অ্যাপস ডাউনলোড করুন মাত্র ৫ সেকেন্ডে
কারণ এখানে কিভাবে আপনারা দ্রুত ভিটমেট অ্যাপস সহজেই ডাউনলোড করবেন তার সকল প্রসেস গুলো দেয়া হয়েছে। তাই দেরি না করে আর্টিকেলটি সম্পন্ন পড়ার অনুরোধ রইলো।.

Vidmate এর মালিক কে?

আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন Vidmate এর মালিক কে? Vidmate মূলত UCWeb দ্বারা তৈরি করা হয়েছে। আর UCWeb হল আলিবাবা গ্রুপের একটি অংশ। তাই ভিটমেট হল একটি চীনা অ্যাপ। এই ভিটমেট অ্যাপ ব্যবহার করে বিভিন্ন ধরনের ভিডিও ডাউনলোড করা হয়।

ভিটমেট অ্যাপস ডাউনলোড

ভিটমেট অ্যাপস ডাউনলোড, করার জন্য অনেকেই আগ্রহী। কারণ এই vidmate অ্যাপ ব্যবহার করে খুব সহজেই বিভিন্ন ধরনের অডিও গান ভিডিও গান ফোনের রিংটোন সহ যাবতীয় ভিডিওগুলো ডাউনলোড করা যায়। 

এছাড়াও ভিটমেট অ্যাপস থেকে ডাউনলোড করাটাও অনেক সহজ। তবে কিভাবে আপনারা ভিটমেট অ্যাপস ডাউনলোড করবেন চলুন সেটি জানা যাক।
ভিটমেট অ্যাপস আপনারা অনেক আগে গুগল প্লে স্টোরে (google play store) পেয়েছেন কিন্তু এখন বর্তমানে পাওয়া যায় না। তবে যদি আপনারা ভিটমেট অ্যাপ ডাউনলোড করতে চান তাহলে অনলাইনে অন্যান্য যে অ্যাপ স্টোর (app store) গুলো রয়েছে সেগুলো থেকে ভিটমেট অ্যাপ ডাউনলোড করতে পারবেন। 

যেমন আপনারা চাইলে সি.এন.ই..টি (CNET) অ্যাপ স্টোর থেকে ভিটমেট অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আরো অনেক ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা vidmate অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

গান ডাউনলোড করা ভিটমেট

অনলাইনে এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে গান ডাউনলোড করা ভিটমেট পাওয়া যায়। তবে সকল ওয়েবসাইট থেকে vidmate ডাউনলোড করা উচিত নয়। কারণ সেখানে বিভিন্ন ধরনের ক্র্যাক ফাইল দেওয়া থাকে যার ফলে আপনার ফোনের সমস্যা দেখা দিতে পারে। 

তাই ভালোভাবে দেখেশুনে গান ডাউনলোড করা ভিটমেট অ্যাপস ডাউনলোড করবেন। এছাড়াও আপনারা ইউটিউব থেকে সঠিক গাইডলাইন জেনে ভিটমেট অ্যাপ ডাউনলোড করবেন। তাহলে আপনার ফোনের কোনরকম সমস্যা হবে না।

ভিটমেট ডাউনলোড হচ্ছে না কেন

যারা vidmate ডাউনলোড করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না তাদের বিরক্ত লাগা স্বাভাবিক। আপনার পছন্দের যে সকল ভিডিও গুলো রয়েছে সেগুলো ডাউনলোড করতে না পারার কারণে সত্যিই খুবই হতাশার জন্য একটি ব্যবহার হয়ে দাঁড়ায়। 

তবে আজকে আমি এই আর্টিকেলে ভিটমেট ডাউনলোড হচ্ছে না কেন তার সমাধান নিয়ে হাজির হয়েছি। তাই আসুন কি কারনে ভিটমেট ডাউনলোড হচ্ছে না তার বিস্তারিত তথ্য জেনে নিন।

ভিটমেট ডাউনলোড না হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। তাই আপনাদের সুবিধার্থে নিচে কিছু কারণ উল্লেখ করা হলোঃ-

ইন্টারনেট সংযোগের সমস্যাঃ সবচেয়ে সমস্যার প্রধান কারণ গুলোর মধ্যে এটি একটি দুর্লভ সমস্যা। সাধারণত ভিটম্যাট অ্যাপ বা অন্য কোন অ্যাপ ডাউনলোড করার জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয়। যদি এটির সমস্যা থাকে তাহলে কখনোই ডাউনলোড হবে না।

পুরোনো ViMate সংস্করণ ব্যবহার করাঃ পুরনো ভিট্মেট সংস্করণ গুলোতে কিছু বাগ থাকতে পারে যার কারণে vidmate ডাউনলোড না হওয়ার সমস্যা দেখা দিতে পারে।

ডিভাইসের অপর্যাপ্ত স্টোরেজঃ এছাড়াও পাশাপাশি আপনার ডিভাইজে যদি পর্যাপ্ত পরিমাণে স্টোরেজ ফাঁকা না থাকে তাহলে কোনোভাবেই vidmate ডাউনলোড এবং ইন্সটল হবে না। এটা একটি সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।

cache and data Clear না করাঃ- যদি আপনার ফোনে cache and data অনেক বেশি জমা হওয়ার কারণে আপনার ভিটমেটে সঠিকভাবে কাজ না করতেও পারে। তাই ভালোভাবে cache and data Clear ক্লিয়ার করার চেষ্টা করবেন।

ডিভাইসের সফটওয়্যার পুরোনো হওয়াঃ যদি আপনার ডিভাইসের সফটওয়্যার অনেক পুরনো হয় অর্থাৎ অনেক আগের অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে সেই ডিভাইসের অপারেটিং সিস্টেম গুলোতে নতুন যে অ্যাপ গুলো রয়েছে বা vidmate অ্যাপ ডাউনলোড এবং ইন্সটল হতে সমস্যা হতে পারে।

VPN ব্যবহারের সমস্যাঃ কখনো কখনো বিভিন্ন ধরনের ভিপিএন ব্যবহার করার কারণে vidmate অ্যাপ সহ আরো অন্যান্য যে অ্যাপ গুলো রয়েছে সেগুলো ডাউনলোড এবং ইন্সটল না হতে পারে। অন্যান্য সমস্যাগুলোর মধ্যে এটি একটি প্রধান সমস্যা।
তৃতীয় পক্ষের অ্যাপ স্টোরঃ ভিটমেট সাধারণত গুগল প্লে স্টোর থেকে তুলে নিয়েছে। যার কারণে অনেকেই বিভিন্ন তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করার চেষ্টা করেন। কিন্তু সব ধরনের অ্যাপ স্টোর থেকে vidmate ডাউনলোড করা নিরাপদ না হতেও পারে। এতে করে আপনার ফোনে বিভিন্ন ধরনের ভাইরাস যাওয়ার সম্ভাবনা থাকতে পারে।

এসডি (SD) কার্ডের সমস্যা হতে পারেঃ সাধারণত ভিটমেট ডাউনলোড করার জন্য যদি আপনি এসডি কার্ড সিলেক্ট করেন আর সেখানে ডাউনলোড না হয় তাহলে অবশ্যই আপনার এসডি কার্ডের সমস্যা রয়েছে। তাই ভালোভাবে এইচডি কার্ড চেক করে তারপর ভিটমেট অ্যাপ ডাউনলোড করা উচিত।

ভিডমেট দিয়ে কি ইনকাম করা যায়?

ভিডমেট (VidMate) অ্যাপ থেকে সরাসরি টাকা ইনকাম করার কোনরকম সুযোগ নেই। তবে আপনি চাইলে ভিটমেট থেকে বিভিন্ন ধরনের ভিডিও ডাউনলোড করে আপনার সোশ্যাল মিডিয়া যেমন facebook youtube instagram সহ যাবতীয় প্ল্যাটফর্ম গুলোতে ভিডিও ছাড়তে পারেন। 

তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে কোনভাবেই যেন কপিরাইট না হয়। তাই সুন্দর করে ডাউনলোড করা ভিডিও এডিট করে ছাড়তে হবে। যদি আপনার কোনটাই মনিটাইজেশন অন হয় তাহলে সেখান থেকে আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন। 

কিন্তু ভিটমেট দিয়ে সরাসরি কখনই ইনকাম করতে পারবেন না। আশা করি ভিটমেট অ্যাপস ডাউনলোড এবং গান ডাউনলোড করা ভিটমেট সম্পর্কে জানার পাশাপাশি ভিডমেট দিয়ে কি ইনকাম করা যায়? এই বিষয়টিও সঠিকভাবে জানতে পেরেছেন।

Vidmate ইনস্টল করা নিরাপদ?

Vidmate ইন্সটল করা নিরাপদ কিনা তা অবশ্যই আপনাদের জানা জরুরী। যেহেতু গুগল প্লে স্টোরে ভিটমেট পাওয়া যায় না সেহেতু কৃতপক্ষে যে অ্যাপ স্টোর গুলো রয়েছে সেগুলো থেকে অনেকেই ডাউনলোড করে এবং ব্যবহার করে। যা নিরাপদ না হতেও পারে। 

কিছু কিছু দেশে ভিডম্যাট অবৈধ রয়েছে তাই এটি ব্যবহার করার আগে অবশ্যই স্থানীয় আইন জেনে রাখা প্রয়োজন। এছাড়াও ভিটমেট অ্যাপ ব্যবহার করার মাধ্যমে ভাইরাস (Virus) বা ম্যালওয়্যার (Malware) থাকার সম্ভাবনা থাকে। 

যার কারণে এন্টিভাইরাস ব্যবহার করা উচিত। ভিটমেট অ্যাপস ডাউনলোড করা নিরাপদ কিনা আশা করি সঠিকভাবে জানতে পেরেছেন।

Vidmate মুভি ডাউনলোড করা যাবে?

আমরা অনেকেই জানি vidmate অ্যাপ ব্যবহার করে বিভিন্ন ধরনের জনপ্রিয় ভিডিও ডাউনলোড করা যায়। এই অ্যাপটি দ্বারা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি থেকে খুব সহজেই ভিডিও এবং মুভি ডাউনলোড করার সুবিধা দেয়। 
Vidmate মুভি ডাউনলোড করা যাবে কি না জেনে নিন
এছাড়াও এটি ব্যবহার করে আপনার পছন্দের মুভি হাই রেজুলেশনে ডাউনলোড করতে পারবেন। তবে আপনাদের মধ্যে যারা vidmate অ্যাপ ব্যবহার করে মুভি ডাউনলোড করতে পারেন না তাদের জন্য নিম্নে মুভি ডাউনলোড করার বিষয়বস্তু তুলে ধরা হলোঃ-

সবার প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ভিটমেট অ্যাপ টি ডাউনলোড এবং ইন্সটল করুন।

এরপর ভিটমেট অ্যাপ টি চালু করে উপরে সার্চ অপশনে আপনার পছন্দের মুভির নাম সার্চ করুন।

মুভি খুঁজে পাওয়ার পর একটু সাইডে লক্ষ্য করলে ডাউনলোড অপশন রয়েছে সেটিতে ক্লিক করুন এবং আপনার পছন্দের রেজুলেশন যেমন: 720p, 1080p, 4K নির্বাচন করে ডাউনলোড করা শুরু করুন।

13 এমবি ভিটমেট

আপনি হয়তো জানতে চেয়েছেন কিভাবে ডাউনলোড করা যায় বা পাওয়া যায় কিনা? এন্ড্রয়েড অ্যাপ যা ব্যবহার করে বিভিন্ন ধরনের ভিডিও ডাউনলোড করা হয়। এই ভিটমেট অ্যাপটি অনেক আগে গুগল প্লে স্টোরে পাওয়া যেত। 

কিন্তু এখন বর্তমানে এটির অফিসিয়াল প্লে স্টোরে পাওয়া যায় না। তাই থার্ড পার্টি যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো থেকে ডাউনলোড করে নিতে হয়। ১৩ এমবি vidmate যেগুলো রয়েছে সেগুলো অনেক পুরনো ভার্সন। 

যা বর্তমান সময়ে আপডেট হয়ে সাধারণত ২০ থেকে ২৫ এমবি ভিটমেট হয়েছে। তাই আপনারা যারা 13 এমবি ভিটমেট খুঁজছেন তারা মূলত আপডেট যে Vidmate রয়েছে সেটি ডাউনলোড করতে পারেন।

শেষ কথা

ভিটমেট অ্যাপস ডাউনলোড করার যে সকল প্রক্রিয়াগুলো রয়েছে আশা করি সকল প্রক্রিয়া আজকের এই আর্টিকেলে বিস্তারিত জানতে পেরেছেন। তবে গুগল প্লে স্টোর থেকে ভিটমেট না থাকার কারণে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ভিটমেট ডাউনলোড করতে পারেন কিন্তু সকল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন না। প্রয়োজনে ‘ইউটিউবে আসল ভিটমেট অ্যাপস ডাউনলোড করা উপায়’ লিখে সার্চ করবেন। তারা অনেক ভিডিও রেখেছে যার মাধ্যমে আপনি খুব সহজেই আসল vidmate ডাউনলোড করতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এখানে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪